দেশে আসছে অপো এফ৫ ‘ড্যাশিং ব্লু’ 

চলতি বছর ফেব্রুয়ারিতেই বাজারে আসছে অপো এফ৫- এর নতুন সংস্করণ ‘ড্যাশিং ব্লু’।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2018, 03:30 PM
Updated : 4 Feb 2018, 03:30 PM

‘সংস্করণ’ বলা হলেও রংয়ের পরিবর্তন ছাড়া আর কোনো দিক দিয়ে এই ফোনটি প্রচলিত এফ৫ থেকে আলাদা বলে দাবি করেনি নির্মাতা প্রতিষ্ঠানটি।

স্মার্টফোনটির এই সংস্করণে এআই বিউটি রিকগনিশন টেকনোলজি ও ২০ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা’র মতো এফ৫-এর সব ফিচারই থাকবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ড্যাশিং ব্লু’-এর দাম এখনও জানানো হয়নি। তবে, এর দাম অপো এফ৫ রেড এডিশনের সমান হতে পারে বলে আভাস দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

দুইশ’টিরও বেশি ফেসিয়াল রিকগনিশন স্পটের সাহায্যে অপো এফ৫ ড্যাশিং ব্লু-এর আর্টিফিসিয়্যাল ইন্টেলিজেন্স বিউটি টেকনোলজি একটি গ্লোবাল ডেটাবেজ-এর উপর ভিত্তি করে মুখের আকার ও গঠন চিহ্নিত করে এবং একটি চেহারার গঠন ও আকার অন্যটি থেকে সহজেই আলাদা করতে পারে বলে দাবি নির্মাতাদের।