সারফেইস ল্যাপটপে এলো উইন্ডোজ ১০ প্রো

মাইক্রোসফট সারফেইস ল্যাপটপ লাইনআপে যোগ হয়েছে উইন্ডোজ ১০ প্রো অপশন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2018, 10:53 AM
Updated : 26 Jan 2018, 10:53 AM

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে বলা হয়, বর্তমান বাজারের সবেচয়ে ভালো ল্যাপটপগুলোর একটি বিবেচনা করা হয় সারফেইস ল্যাপটপ-কে। কিন্তু এ যাবৎ এতে উইন্ডোজ ১০ এস অপারেটিং সিস্টেম ব্যবহার করে আসছিল মার্কিন সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি। উইন্ডোজ ১০ প্রো-এর চেয়ে উইন্ডোজ এস-এ ফিচার কিছুটা সীমিত।

এবার উইন্ডোজ ১০ প্রো সংস্করণে ডিভাইসটির বিক্রি শুরু করেছে প্রতিষ্ঠানটি। এর জন্য গ্রাহককে বাড়তি ১০০ ডলার গুণতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আগে উইন্ডোজ ১০ এস সংস্করণে ল্যাপটপটি বিক্রি করা হলে গ্রাহক চাইলে যে কোনো সময় বিনামূল্যে এটি উইন্ডোজ ১০ প্রো-তে আপগ্রেড করতে পারতেন। চলতি বছরের ৩১ মার্চ বিনামূল্যে উইন্ডোজ ১০ প্রো আপগ্রেড বন্ধ করতে যাচ্ছে মাক্রোসফট।

উইন্ডোজ সংস্করণে পরিবর্তন আনা হলেও এর হার্ডওয়্যারে পরিবর্তন আনেনি মাইক্রোসফট। আগের মতোই কোর আই৫ বা কোর আই৭ প্রসেসরের সঙ্গে ৮জিবি বা ১৬জিবি র‍্যাম এবং ১২৮জিবি থেকে এক টেরাবাইট স্টোরেজ পাওয়া যাবে এতে।

নতুন সারফেইস ল্যাপটপের মূল্য ১০৯৯ মার্কিন ডলার থেকে শুরু হচ্ছে।