প্লে স্টোরে অডিওবুক বেচবে গুগল?

শীঘ্রই হয়তো প্লে স্টোরে অডিওবুক বিক্রি শুরু করবে মার্কিন ওয়েব জায়ান্ট গুগল। বাজারে স্বদেশীয় ই-কমার্স জায়ান্ট অ্যামাজন-এর আধিপত্যের সঙ্গে পাল্লা দিতেই হয়তো এমন পদক্ষেপ নেবে গুগল, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদননে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2018, 09:09 AM
Updated : 21 Jan 2018, 09:09 AM

গুগলবিষয়ক খবরের সাইট ৯টু৫গুগল শনিবার এক প্রতিবেদনে বলে, কিছু কিছু ব্যবহারকারীর গুগল প্লে অ্যাকাউন্টে একটি ব্যানার দেখা গেছে। এই ব্যানারে বলা হয়, গুগল প্লে-তে এখন অডিওবুক পাওয়া যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, “এ খবর প্রকাশের সময় ওই ব্যানারের লিঙ্ক কাজ করছিল না, ক্লিক করলেও শুধুই এরর ৪০৪ দেখাচ্ছিল, কিন্তু ওয়েব আর অ্যান্ড্রয়েডের গুগল প্লে অ্যাপ- উভয় মাধ্যমের ব্যবহারকারীদের জন্যই এটি দেখানো হচ্ছে বলে মনে হয়েছে।”   

যদিও গুগল প্লে থেকে কবে থেকে এই অডিওবুকগুলো পাওয়া যাবে তা নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। কিন্তু ওয়েব জায়ান্টটি শীঘ্রই স্টোরে অডিওবুকগুলো আনবে বলে ধারণা করা হচ্ছে।