স্থানীয় সংবাদ দেখাবে ফেইসবুক

ফেইসবুক প্লাটফর্মেই শহরের ভিত্তিতে স্থানীয় সংবাদ দেখনোর ফিচার আনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2018, 08:38 AM
Updated : 11 Jan 2018, 08:38 AM

নতুন এই ফিচারের মাধ্যমে স্থানীয় সংবাদ, ঘটনাবলী এবং ঘোষণা দেখানো হবে বলে প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস। আপাতত ফিচারটির পরীক্ষা চালাচ্ছে সামাজিক যোগাযোগ জায়ান্টটি।

স্থানীয় সংবাদ দেখানোর জন্য ফেইসবুকে আলাদা একটি বিভাগ রাখা হবে। নতুন এই বিভাগের নাম বলা হয়েছে ‘টুডে ইন’। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের ছয়টি শহরে এই ফিচার পরীক্ষা করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই ছয় শহরের ফেইসবুক গ্রাহকরা ফেইসবুকের নিচে ডানদিকের মেনু থেকে ‘টুডে ইন’ বাটন চেপে স্থানীয় সংবাদগুলো পড়তে পারবেন।

এই বিভাগে মেশিন লার্নিং সফটওয়্যারের সহায়তায় স্থানীয় কনটেন্ট খুঁজে বের করবেন ফেইসবুকের একটি দল। আর স্থানীয় সংবাদ প্রকাশকদের অনুমোদন দেবে ‘ফেইসবুক নিউজ পার্টনারশিপস’ দল।

আগের বছর জানুয়ারিতে ‘জার্নালিজম প্রজেক্ট’-এর ঘোষণা দেয় ফেইসবুক। এই প্রকল্পের অংশ হিসেবেই নতুন ফিচারটি যোগ হচ্ছে।