আবারও হোয়াটসঅ্যাপ বিভ্রাট

নতুন বছরের শুরুতেই বিশ্বজুড়ে বিভ্রাটের মধ্যে পড়েছে মেসেঞ্জার অ্যাপ হোয়াটসঅ্যাপ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2018, 09:05 AM
Updated : 1 Jan 2018, 09:05 AM

সমস্যা সমাধানের আগে প্রায় এক ঘন্টা বন্ধ ছিল অ্যাপটির সেবা। মধ্যরাতে নতুন বছর শুরুর পরপরই এই বিভ্রাট দেখা দেয় বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

ইমেইলে এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ-এর মুখপাত্র বলেন, “বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ গ্রাহকরা আজকে সংক্ষিপ্ত সময়ের জন্য বিভ্রাটের শিকার হয়েছেন, যা এখন ঠিক করা হয়েছে। প্রায় এক ঘন্টা দীর্ঘস্থায়ী এই বিভ্রাট তাৎক্ষণিকভাবে শণাক্ত করা যায়নি।”

হোয়াটসঅ্যাপ-এর সবেচেয়ে বড় বাজার হলো ভারত। দেশটিতে প্রায় ২০ কোটি গ্রাহক রয়েছে অ্যাপটির। মধ্যরাতে হোয়াটঅ্যাপ সেবা নিয়ে অভিযোগ করেন দেশটির গ্রাহকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অন্যান্য দেশের গ্রাহকরাও অভিযোগ জানিয়েছেন।

২০১৭ সালে হোয়াটসঅ্যাপে আরও কয়েকবার এমন সমস্যা দেখা গেছে। এর মধ্যে মে মাসে কয়েকঘণ্টা ধরে এমন সমস্যা ছিল।

এর আগের মাসেই ভারতসহ অন্যান্য কিছু দেশে সাময়িক সময়ের জন্য হোয়াটসঅ্যাপ সেবা বন্ধ ছিল।

২০০৯ সালে যাত্রা শুরু করে হোয়াটসঅ্যাপ। ২০১৪ সালে ১৯০০ কোটি মার্কিন ডলারে প্রতিষ্ঠানটি কিনে নেয় ফেইসবুক। বর্তমানে বিশ্বজুড়ে শত কোটির বেশি সক্রিয় গ্রাহক রয়েছে অ্যাপটির।