পদোন্নতি দেবে রোবট: গার্টনার

কর্মস্থলে রোবটের ব্যবহার মানুষের চাকুরি কমাবে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন অনেক প্রযুক্তিবিদ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2017, 01:04 PM
Updated : 19 Dec 2017, 01:04 PM

এবার এ বিষয়ে নতুন তথ্য দিয়েছে বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান গার্টনার। প্রতিষ্ঠানটির ধারণা মতে রোবট বা কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চাকুরি কমাবে না, আরও বাড়াবে-- খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র।

কৃত্রিম বুদ্ধিমত্তা যে পরিমাণ মানব কর্মী ছাঁটাই করবে বলে ধারণা করা হয়েছিল, বাস্তবে তার থেকে অনেক বাড়াবে বলে জানিয়েছে গার্টনার।

২০২০ সালের মধ্যে এআই আরও ২৩ লাখ চাকুরি তৈরি করবে বলে প্রতিবেদনে বলা হয়। আগে ধারণা করা হয়েছিল এই সময়ের মধ্যে ১৮ লাখ চাকুরি কমাবে রোবট।

২০২৫ সাল পর্যন্ত পরবর্তী পাঁচ বছরে এআইয়ের কারণে নতুন মোট চাকুরির সংখ্যা হবে প্রায় ২০ লাখ।

ভিন্ন ভিন্ন শিল্প খাতে এআইয়ের ব্যবহার কম বেশি দেখা যাবে। বেশির ভাগ চাকুরি তৈরি হবে পাবলিক, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে। উৎপাদন ও যাতায়াত ব্যবস্থা খাতে এআইয়ের ব্যবহার সবচেয়ে জটিল হবে বলে জানিয়েছেন গার্টনার-এর গবেষণা পরিচালক মানজুনাথ ভাট।

ভাট বলেন, “রোবট এখানে চাকুরি কেড়ে নিতে আসেনি, তারা আমাদের পদোন্নতি দিতে এসেছে। আমার মনে হয় এআই নিয়ে আমাদের এভাবে চিন্তা করা উচিত।”

গার্টনার-এর প্রতিবেদনে আশার কথা শোনালেও জনপ্রিয় প্রযুক্তিবিদরা উল্টো মত দিয়েছেন।

এর আগে টেসলা প্রধান ইলন মাস্ক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়ন তৃতীয় বিশ্ব যুদ্ধের কারণ হতে পারে।