অ্যামাজনের বিরুদ্ধে ফরাসী সরকার

মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের বিরুদ্ধে প্যারিস কমার্স কোর্টের সঙ্গে মিলে অভিযোগ দায়ের করেছে ফরাসী সরকার। মার্কিন প্রতিষ্ঠানটি কয়েকটি সরবরাহ প্রতিষ্ঠানের সঙ্গে তাদের বাজারের আধিপত্যের অপব্যবহার করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়, সোমবার ফরাসী দৈনিক ল্য’ পারিজিয়ান এ খবর প্রকাশ করেছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2017, 01:37 PM
Updated : 18 Dec 2017, 01:37 PM

ভোক্তাদের সঙ্গে প্রতারণা বিষয়ের পর্যবেক্ষক ডিজিসিসিআরএফ-এর দুই বছরব্যাপী তদন্ত শেষে এই অভিযোগ দায়ের করা হলো বলে রয়টার্স-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে দেশটির অর্থ মন্ত্রণালয় অ্যামাজনের বিরুদ্ধে এক কোটি ইউরো জরিমানা ধার্যের দাবি জানিয়েছে।

ডিজিসিসিআরএফ কর্মকর্তা লোইক ট্যানগাই বলেন, “প্লাটফর্মটি তাদের সরবরাহকারীদের সঙ্গে সম্পর্কে ভারসাম্য রাখেনি।”

এক্ষেত্রে অ্যামাজন তাদের প্লাটফর্ম ব্যবহার করে পণ্য বিক্রি করা ১০ হাজারেরও বেশি ফরাসী প্রতিষ্ঠানের সঙ্গে থাকা একতরফা চুক্তিগুলো বদলাতে বা বাতিল করতে পারে।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা অ্যামাজনের বিরুদ্ধে অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কিন্তু এ নিয়ে আর কোনো তথ্য প্রকাশ করেননি।

অ্যামাজনের এক মুখপাত্র বলেন, প্রতিষ্ঠানটি আইনি প্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য করে না।