গ্যালাক্সি এস ৯ আনছে স্যামসাং

২০১৮ সালের ফেব্রুয়ারি মাসেই গ্যালাক্সি এস৯ ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2017, 10:23 AM
Updated : 16 Dec 2017, 10:23 AM

গ্যালাক্সি এস৮ ও এস৮ প্লাস-এর পরবর্তী প্রজন্ম হবে নতুন ডিভাইসটি। চলতি বছর মার্চ মাসে উন্মোচন করা হয় গ্যালাক্সি এস৮।

সাধারণত স্পেনের বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ গ্যালাক্সি এস ডিভাইসগুলো উন্মোচন করে থাকে ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। প্রতি বছর ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত চলে এই অনুষ্ঠান।

তবে গতবার গ্যালাক্সি এস৮ উন্মোচনকালে ভিন্ন রীতি এনেছে স্যামসাং। ডিভাইসটি উন্মোচন করতে নিউ ইয়র্ক সিটি-তে পৃথক একটি অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

নতুন গ্যালাক্সি এস৯ উন্মোচনের তারিখ রীতি অনুযায়ী হলেও এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না ডিভাইসটি কোথায় উন্মোচন করা হবে-- খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র।

ব্লুমবার্গ-এর প্রতিবেদনে বলা হয় ২০১৮ সালের মার্চ মাস থেকেই গ্যালাক্সি এস৯-এর বিক্রি শুরু করার পরিকল্পনা রয়েছে স্যামসাংয়ের। তবে, উন্মোচনের তারিখ দেশভেদে ভিন্ন হতে পারে।

নতুন গ্যালাক্সি এস৯ নিয়ে জানতে সিএনবিসি’র পক্ষ থেকে স্যামসাংয়ের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।