ইউটিউব ভিআর উন্মুক্ত করলো গুগল

ভিআর হেডসেটের জন্য ইউটিউবের নতুন সংস্করণ উন্মুক্ত করেছে গুগল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2017, 12:22 PM
Updated : 15 Dec 2017, 12:22 PM

আগে থেকেই ভিআর প্রযুক্তি রয়েছে ইউটিউবে। কিন্তু শুধু গুগলের ডেড্রিম ভিআর হেডসেট দিয়েই এই সুবিধা পাওয়া যায়। অন্যান্য হাই-এন্ড পিসি হেডসেটে এই সুবিধা এতদিন ছিল না, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে।

এবার এইচটিসি ভাইভ হেডসেটে ইউটিউব ভিআর দেখতে আরেকটি অ্যাপ এনেছে গুগল। এই পিসি অ্যাপটির নাম বলা হচ্ছে স্টিম ভিআর। গ্রাহক চাইলে এখনই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ভার্জ-এর পক্ষ থেকে অ্যাপটি পরীক্ষা করার সময় এটি ক্র্যাশ করেছে বলে জানানো হয়। স্টিম ফোরামেও এটি নিয়ে অভিযোগ করেছেন অনেক গ্রাহক। অভিযোগের প্রেক্ষিতে ডেভেলপার দলের এক সদস্য বলেন তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

প্রথম দিকে অ্যাপে বাগ থাকাটা স্বাভাবিক। কিন্তু এটি একেবারেই ব্যবহার করা যাবে না এমনটা ধারণা করা হয়নি।

অ্যাপটির জন্য কোনো মূল্য নেওয়া হবে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।