আইফোন X-এর উৎপাদন বাড়াতে বাড়তি বিনিয়োগ

আইফোন Xএর জন্য আরও বেশি চিপ তৈরির লক্ষ্যে চিপ নির্মাতা প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে যাচ্ছে অ্যাপল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2017, 07:39 AM
Updated : 14 Dec 2017, 07:39 AM

বিনিয়োগের পরিমান ৩৯ কোটি মার্কিন ডলার, আর এ অর্থ দিয়ে টেক্সাসের একটি পুরাতন কারখানা পুনরায় চালু করবে ক্যালিফোর্নিয়াভিত্তিক অপটিক্যাল যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান ফিনিসার কর্পোরেশন- বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

বিনিয়োগের খবর সামনে আসতেই বুধবার সকালে ফিনিসার কর্পোরেশনের শেয়ার মূল্য ৩০ শতাংশ বেড়ে ২৫.৪১ মার্কিন ডলারে পৌঁছায়।

বিনিয়োগের অর্থ দিয়ে টেক্সাসের শারমান-এ অবস্থিত সাত লাখ বর্গফুটের প্লান্ট পুনরায় চালু করবে ফিনিসার। এই প্লান্টে আইফোন X-এর জন্য ভার্টিকাল-ক্যাভিটি-সারফেইস-এমিটিং লেসারস বা সংক্ষেপে ভিসিএসইএল চিপ তৈরি করা হবে। আইফোন X-এর ফেইস আইডি ও পোর্টরেইট মোড ফটোস-এ এই চিপ ব্যবহার করা হয়।

আইফোন X ছাড়াও অ্যাপলের তারহীন হেডফোন এয়ারপডস-এর ৩ডি সেন্সরের জন্য এই লেজার ব্যবহার করা হবে।

২০১৮ সালের দ্বিতীয়ার্ধে এই প্ল্যান্ট থেকে পণ্য সরবরাহের আশা করছে ফিনিসার।

বর্তমান বাজারের শীর্ষস্থানীয় ভিসিএসইএল সরবরাহকারী লুমেনতাম হোল্ডিংস। আপাতত এই লেজার সরবরাহের জন্য লুমেনতাম-ই অ্যাপলের একমাত্র উৎস। তাই ঝুঁকি কমাতে দ্বিতীয় আরেকটি উৎসে বিনিয়োগ বাড়াচ্ছে অ্যাপল।

এই বিনিয়োগের ফলে শারমান-এ ৫০০ নতুন চাকুরিও তৈরি হবে বলে জানানো হয়েছে।