এস৮-এর কোনো ‘মাইক্রোসফট সংস্করণ’ নেই: স্যামসাং

গ্যালাক্সি এস৮ ও এস প্লাসের ‘মাইক্রোসফট সংস্করণ’ নিয়ে করা এক প্রতিবেদনকে মিথ্যা দাবি করেছে স্যামসাং।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2017, 12:13 PM
Updated : 4 Dec 2017, 12:13 PM

ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি জানায়, এই জগতে গ্যালাক্সি এস৮ বা গ্যালাক্সি এস৮ প্লাসের ‘মাইক্রোসফট সংস্করণ’ বলতে কিছু নেই।

সম্প্রতি স্যামসাংয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে উইন্ডোজ সেন্ট্রালের প্রতিবেদনে বলা হয়, “এখন মাইক্রোসফট-এর অনলাইন ও খুচরা বিক্রয়কেন্দ্রগুলোতে স্যামসাং গ্যালাক্সি এস৮, এস৮ প্লাস এবং গ্যালাক্সি নোট ৮ পাওয়া যাচ্ছে। ডিভাইসগুলোতে মাইক্রোসফটের অনন্য অভিজ্ঞতা রয়েছে যা গ্রাহককে সবচেয়ে ভালো কার্যকরিতার অভিজ্ঞতা দেবে। এখানে ‘মাইক্রোসফট সংস্করণ’ ব্র্যান্ডের কোনো স্যামসাং গ্যালাক্সি পণ্য নেই।”

এখন বলা হচ্ছে গ্রাহককে মাইক্রোসফট স্টোরে আনতে প্রতিবেদনটি ছিল একটি প্রচারণা মাত্র-- খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।

নভেম্বরে মাইক্রোসফট স্টোরে গ্যালাক্সি নোট ৮ বিক্রি শুরু করা হয়। সাধারণ গ্যালাক্সি নোট ৮-এর চেয়ে কিছুটা ভিন্নতা রয়েছে মাইক্রোসফট স্টোরের ডিভাইসগুলোতে। মাইক্রোসফট-এর ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট কর্টানা, ওয়ার্ড, এক্সেল, ওয়াননোট এবং আউটলুক ইনস্টল করা থাকবে এই ডিভাইসগুলোতে।