পারমাণবিক বর্জ্য থেকে সংগৃহীত তেজস্ক্রিয় উপাদানগুলো থেকে দামি ধাতব পদার্থ বানাতে চেষ্টা চালাবে জাপানের সবচেয়ে বড় গবেষণা প্রতিষ্ঠান রিকেন।
Published : 19 Nov 2017, 09:17 PM
২০১৮ সালের শুরুতে এ নিয়ে পরীক্ষা আরম্ভের আশা করছে প্রতিষ্ঠানটি। তত্ত্বীয়ভাবে তেজস্ক্রিয় পদার্থগুলোতে বিশেষ আলোকরশ্মি নিক্ষেপের মাধ্যমে এ কাজ সম্পন্ন করা যেতে পারে। এই তত্ত্ব নিশ্চিত করতেই পরীক্ষা চালানো শুরু করবে প্রতিষ্ঠানটি।
পরীক্ষার প্রাপ্ত ফলাফলের উপর নির্ভরশীল বলে কখন কোথায় এ নিয়ে কাজ করা হবে তা এখনও স্পষ্ট নয় বলে ব্যবসা-বাণিজ্যবিষয়ক জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ান রিভিউ’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রিকেন-এর ভাষ্যমতে, এক্ষেত্রে উদ্দেশ্য হচ্ছে পারমাণবিক বর্জ্য কমিয়ে তা থেকে সম্পদ উৎপাদনের একটি উপায় বের করা।
জাপানের রাজধানী টোকিও থেকে উত্তর-পূর্ব দিকে ওয়েকো শহরের একটি স্থানে এই পরীক্ষা চালানো হবে। উদ্ভাবনী গবেষণা ও উন্নয়নে জাপান সরকারের নেওয়া প্রকল্পের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এই পরীক্ষায় প্যালাডিয়াম-১০৭ নামের একটি তেজস্ক্রিয় আইসোটোপে ডিউটেরন রশ্মি নিক্ষেপ করা হবে। ডিউটেরন হচ্ছে হাইড্রোজেনের একটি আইসোটোপ ডিউটেরিয়াম-এর নিউক্লিয়াস। ডিউটেরিয়াম-কে ‘হেভি হাইড্রোজেন’ নামেও ডাকা হয়। এর মাধ্যমে প্যালাডিয়াম-১০৬ বানানোর চেষ্টা চালানো হবে, এটি হচ্ছে একটি দামি ধাতব পদার্থ যা অটোমোবাইল খাতে প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়।
প্রতি টন পারমাণবিক বর্জ্যে তিনশ’ গ্রাম প্যালাডিয়াম-১০৭ থাকতে পারে। এই আইসোটোপের অর্ধায়ু হচ্ছে সাড়ে ছয় বছর।