অ্যাপল শেয়ার বাড়ালো বার্কশায়ার 

টেক জায়ান্ট অ্যাপলের আরও শেয়ার কিনেছে মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেটের বিনিয়োগকারী প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2017, 11:43 AM
Updated : 15 Nov 2017, 11:43 AM

এদিকে প্রতিষ্ঠানটি চলতি বছর তৃতীয় প্রান্তিকে কম্পিউটার নির্মাতা অপর মার্কিন প্রতিষ্ঠান আইবিএম-এ নিজেদের শেয়ারের পরিমাণ ৩২ শতাংশ বা ১.৭০৬ কোটি শেয়ার ছেড়ে দিয়েছে।  মঙ্গলবার প্রকাশ হওয়া ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এর ত্রৈমাসিক এক নথিতে এ তথ্য পাওয়া যায়।

ওই নথিতে আরও দেখা যায়, বাফেট অধীনস্থ প্রতিষ্ঠানটি তাদের হাতে থাকা আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির শেয়ার ৩৯ লাখ বাড়িয়ে সংখ্যাটা ১৩ কোটি ৪১ লাখ করেছে।

চলতি সপ্তাহের আগের সপ্তাহে অ্যাপলের শেয়ার মূল্য সর্বোচ্চ হওয়ার রেকর্ড গড়ে। এ প্রান্তিকে প্রতিষ্ঠানটির সর্বশেষ আইফোন আইফোন X বাজারে আনার পর শেয়ারমূল্য ১১.২ শতাংশ বেড়ে যায়। চলতি বছর অ্যাপলের শেয়ারমূল্য প্রায় ৪৮ শতাংশ বেড়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তৃতীয় প্রান্তিকে অ্যাপল ছাড়াও সিনক্রোনি ফিনান্সিয়াল আর মনস্যানটোতে নিজেদের শেয়ারের সংখ্যা বাড়িয়েছে বার্কশায়ার। অন্যদিকে, চার্টার কমিউনিকেশনস আর ওয়েলস ফের্গোতে বিনিয়োগ কমিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।