শেষ মূহুর্তে থেমে গেল রকেট উৎক্ষেপণ

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একদম শেষ মূহুর্তে বাতিল হয়েছে একটি রকেটের উৎক্ষেপণ। ওই এলাকার আকাশে কোনো আকাশযান উড়ানো নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু রকেট উৎক্ষেপণের শেষ মূহুর্তে একটি ছোট আকাশযান ওই অঞ্চলে প্রবেশ করলে উৎক্ষেপণ বাতিল করা হয়।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2017, 09:04 AM
Updated : 13 Nov 2017, 09:04 AM

মানুষবিহীন এই রকেটটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আইএসএস-এর উদ্দেশ্যে প্রায় যাত্রা শুরু করে দিয়েছিল। কিন্তু তার আগেই অভিযানের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে নির্দেশনা আসে- ‘বাতিল, বাতিল, বাতিল!’। নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাশের ওয়ালপস আইল্যান্ডের নিষিদ্ধ থাকা এলাকায় পাঁচশ’ ফুট উচ্চতায় একটি ছোট আকাশযান শনাক্ত করা হয়।

পশ্চিম উপকূলীয় সময় রোববার সকাল ৭টা ১৪ মিনিটে এই রকেট উৎক্ষেপণের নতুন সময় নির্ধারণ করা হয় বলে বিবিসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়।  

এই কার্গো রকেটটি ৩,৩৫৬ কেজি খাবার, আইএসএস-এর বৈজ্ঞানিক পরীক্ষার জন্য দরকারি যন্ত্রপাতি আর অন্যান্য সামগ্রীতে পূর্ণ ছিল।

আইএসএস-এর এই রকেট পাঠানোর জন্য মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র সঙ্গে ১৯০ কোটি ডলারের চুক্তি করেছে অরবিটাল এটিকে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, “নিষিদ্ধ এলাকার আকাশে একটি আকাশযান প্রবেশের আগে অন্য কোনো সমস্যা ছিল না।”