বৈদ্যুতিক স্কুল বাস বানাবে ডাইমলার

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সেইডিজ-বেঞ্জ-এর মূল প্রতিষ্ঠান ডাইমলার পুরোপুরি বৈদ্যুতিক স্কুল বাস বানানোর প্রস্তুতি নিচ্ছে। ১৬০ কিলোমিটার গতিতে চলার ক্ষমতাসম্পন্ন এই স্কুল বাস ২০১৯ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের রাস্তায় চলবে বলে আশা করা হচ্ছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2017, 03:16 PM
Updated : 11 Nov 2017, 04:09 PM

শুক্রবার মার্কিন সাইট ভার্জ-এর এক প্রতিবেদনে বলা হয়, “এটি একটি ‘সেফ-টি-লাইনার’ সি২ ইলেকট্রিক বাস যা ডাইমলার-এর অঙ্গপ্রতিষ্ঠান টমাস বিল্ট বাসেস বানাবে।”

‘জালি’ নামের এই বাসটিতে ৮১ জন শিশু বসতে পারবে আর এতে ঘণ্টায় ৬০ কিলোওয়াট ক্ষমতার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এর সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার।

অন্যান্য অটোমোবাইল নির্মাতাদের মতো মার্সেইডিজি-বেঞ্জও জানিয়েছে তারা সামনের কয়েক বছরের মধ্যে বৈদ্যুতিক গাড়ি ব্যবসায়ে নিজেদের পরিসর বাড়াবে।

বৈদ্যুতিক গাড়ি প্রকল্প নিয়ে কাজ করা ছোট বাস নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে টমাস বিল্ট বাসেস যুক্তরাষ্ট্রের বাজারে ৩৮.৭ শতাংশ বাজার দখল করে আছে বলে আইএএনএস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।