এবার আইপ্যাডে আসছে ফেইস আইডি

নতুন আইপ্যাড তৈরির লক্ষ্যে কাজ করছে অ্যাপল। আইফোন X-এর মতো হোম বাটন বাদ দিয়ে ফেইস আইডি আনা হতে পারে ডিভাইসটিতে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2017, 09:58 AM
Updated : 9 Nov 2017, 09:58 AM

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে বলা হয়েছে আগের মতো ১০.৫ ইঞ্চি পর্দা রাখা হবে নতুন আইপ্যাডে। ২০১৮ সালের শেষ ভাগে উন্মোচন করা হতে পারে ডিভাইসটি।

পাশাপাশি আগের চেয়ে উন্নত আরেকটি অ্যাপল পেন্সিল তৈরি করছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। নতুন আইপ্যাডের সঙ্গেই এটি উন্মোচন করা হবে বলে জানানো হয়েছে।

আইফোন X-এর মতোই টাচ আইডি হোম বাটন দেওয়া হবে আইপ্যাডে। ফলে ডিভাইসের নিচের বেজেল কমবে এবং সামনে প্রায় পুরোটা জুড়ে পর্দা রাখা হবে।

ধারণা করা হচ্ছে ২০১৮-এর আইপ্যাডে ওলেড পর্দা ব্যবহার করবে না অ্যাপল। আগের এলসিডি পর্দাই থাকছে এতে।

আইপ্যাডের অন্যান্য স্পেসিফিকেশন নিয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

ব্লুমবার্গ-এর প্রতিবেদনে বলা হয়, নতুন আইপ্যাডটি উন্মোচন করতে এখনও এক বছর লাগবে। তাই ২০১৮ সালের বসন্তের আগে এটি দেখা যাবে না।