যুক্তরাজ্যে ১৩ বছরের নিচে ফেইসবুক, টুইটার নিষিদ্ধ হবে?

সামাজিক মাধ্যমে শিশু নিপীড়ন ঠেকাতে ১৩ বছরের কমুবয়সীদের ফেইসবুক ও টুইটার ব্যবহার নিষিদ্ধ করবে যুক্তরাজ্য। এ নিয়ে চলতি সপ্তাহের শেষে যুক্তরাজ্যের হাউস অফ লর্ডস-এ নতুন এক আইনের বিষয়ে আলোচনা করা হবে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2017, 06:15 PM
Updated : 5 Nov 2017, 06:15 PM

ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য সরকারের ডেটা প্রটেকশন বিল কোন বয়সে শিশুরা সামাজিক মাধ্যম প্লাটফর্মে বৈধভাবে অ্যাকাউন্ট খুলতে পারবে তা ঠিক করে দেবে।

এই প্রস্তাবের বিরোধী পক্ষও রয়েছে। তাদের দাবি, প্রতিষ্ঠানগুলোকে কমবয়সী ব্যবহারকারীদের জন্য উপযোগী করতে চাপ দেওয়ার বিষয়টি নতুন আইনের মধ্যে রাখা উচিৎ।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে ইন্টারনেট জায়ান্টগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরই ফলে দেশটি এমন পদক্ষেপ নিতে যাচ্ছে, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। রাড বলেন, “অনলাইন প্রযুক্তি ‘জঘন্য শিশু নিপীড়নমূলক কনটেন্টগুলো খুঁজে পাওয়া অনেক সহজ করে দিয়েছে’। এটি একদম জরুরী যে আমি সব ইন্টারনেট প্রতিষ্ঠানকে অনলাইনে শিশু যৌন নিপীড়িন ঠেকাতে আরও দ্রুত বেশি কিছু করার আহ্বান জানাই।”

“আমাদের সব সক্ষমতা আর কারিগরি বিশেষজ্ঞদের এনে এই ভয়াবহ আক্রমণের স্রোত ঘুরানো উচিৎ। এটি আমাদের নৈতিক কর্তব্য।”