ফেইসবুকে আসছে অর্থ লেনদেন সুবিধা

ফেইসবুক প্ল্যাটফর্মেই অর্থ লেনদেনের সুবিধা আনতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2017, 06:06 PM
Updated : 5 Nov 2017, 06:06 PM

শীঘ্রই ‘রেড এনভেলপ’ এবং ‘ব্রেকিং নিউজ’ ট্যাগ নামে দুটি ফিচার পরীক্ষা শুরু করবে ফেইসবুক। রেড এনভেলপ-এর মাধ্যমে একে অন্যকে অর্থ পাঠাতে পারবেন গ্রাহক। আর ব্রেকিং নিউজ ট্যাগ দিয়ে সাম্প্রতিক খবরগুলো চিহ্নিত করে রাখতে পারবেন প্রকাশকরা, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।

ফিচার দুটি এখনও আনুষ্ঠানিকভাবে পরীক্ষা শুরু করেনি ফেইসবুক। প্রথমবার এটি শনাক্ত করেছেন অনলাইন প্রকাশনা দ্য নেক্সট ওয়েব-এর সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালক ম্যাট নাভারা।

প্রযুক্তিবিষয়ক সাইট রিকোড জানায়, ফেইসবুক নিশ্চিত করেছে যে ‘ব্রেকিং নিউজ’ ট্যাগ ফিচার ভবিষ্যতে পরীক্ষা করা হবে। তবে, এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

আর রেড এনভেলপ নিয়ে কোনও তথ্যই দেয়নি প্রতিষ্ঠানটি। তবে, এটির অস্তিত্ব নেই তেমনটাও বলেনি।

ফেইসবুকের এক মুখপাত্র বলেন, “নতুন পণ্য অভিজ্ঞতা দিতে ফেইসবুক সব সময়ই পরীক্ষা চালাচ্ছে। কিন্তু এই মুহুর্তে কথা বলার জন্য নির্দিষ্ট কিছু নেই।”

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এমনও হতে পারে ফিচারটি কখনোই চালু করা হবে না।

চলতি বছরের শুরুতে মেসেঞ্জার অ্যাপে গ্রুপ পেমেন্ট ফিচার চালু করেছে ফেইসবুক। এর মাধ্যমে দলের সবাইকে একসঙ্গে বা নির্দিষ্ট কাউকে অর্থ পাঠানো যায়।