তুরস্কে মানবসদৃশ রোবটের কারখানা চালু

তুরস্কের সেন্ট্রাল আনাতোলিয়ান অঞ্চলের কোনইয়া প্রদেশে প্রথম মানবসদৃশ রোবট কারখানা চালু হতে যাচ্ছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2017, 06:03 PM
Updated : 5 Nov 2017, 06:03 PM

আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান একিনসফট নির্মিত একিনরোবোটিকস ফ্যাক্টরি মানবসদৃশ রোবটের বড় পরিসরে উৎপাদন শুরু করেছে। এই কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে একিনসফট-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অজগার একিন এই ঘোষণা দেন।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজান্স-এর সূত্রমতে একিন বলেছেন, “অ্যাডা জিএইচ৫ নামের নতুন প্রজন্মের এই মানবসদৃশ রোবটটি শপিং মল, থিয়েটার, বিমানবন্দর, হাসপাতাল ও এমনকি বাসায় ব্যবহারের জন্য বানানো হবে।”

এই রোবটগুলো শুনতে, বলতে, গন্ধ নিতে ও ইন্টারনেট ব্যবহার করতে সক্ষম হবে।

একিনসফট ২০০৯ সালে রোবোটিকস নিয়ে গবেষণাগার চালু করে। একাধিক গবেষণা প্রকল্পের পর ২০১১ সালে তারা মডেল উৎপাদন শুরু করে।

এই রোবট প্রকল্পের জন্য প্রতিষ্ঠানটি অন্তত ১১.৩ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছে।