ওভারটাইমের আয় দিচ্ছে না ফেইসবুক

কর্মীদের ওভারটাইম আয় থেকে বঞ্চিত করছে ফেইসবুক, প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযোগ এনে মামলা করেছেন সাবেক কর্মী সুশি বিগার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2017, 10:21 AM
Updated : 30 Oct 2017, 10:21 AM

বিগারের দাবি ওভারটাইমের ক্ষেত্রে কর্মীদের ভুলভাবে শ্রেণিভূক্ত করা হচ্ছে। ফলে তাদেরকে ওভারটাইমের আয় থেকে বঞ্চিত করা হচ্ছে, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।

ফেইসবুকের শিকাগো অফিসের ক্লায়েন্ট সলিউশন ম্যানেজার ছিলেন সুশি বিগার। তিনি বলেন, “তাকে এবং তার সহকর্মীদের অবৈধবভাবে ব্যবস্থাপক হিসেবে শেণিভূক্ত করা হয়েছে যাতে করে ওভারটাইম-এর অর্থ থেকে বঞ্চিত করা যায়।”

মার্কিন আদালতে এটি নিয়ে মামলা করেছেন ওই সাবেক কর্মী। এতে তাদের পাওনা অর্থ, ক্ষতিপূরণ, লাভ এবং মামলা পরিচালনার খরচ দাবি করা হয়েছে। তবে, কতজন কর্মীর জন্য এই দাবি করা হয়েছে তা প্রকাশ করা হয়নি।

এর জবাবে ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, “এই মামলা ভিত্তিহীন এবং আমরা এটি জোড়ালোভাবে প্রতিহত করবো।”

চলতি সপ্তাহেই বছরের তৃতীয় প্রান্তিকের হিসাব প্রকাশের কথা রয়েছে সামাজিক যোগ মাধ্যম জায়ান্টটির।