শুরু হচ্ছে ‘ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ,২০১৭’

বাংলাদেশে শান্তি ও সাংস্কৃতিক বৈচিত্র্য প্রসারে ‘ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ,২০১৭’ নামে এক প্রতিযোগিতা আয়োজন করেছে ইউএনডিপি বাংলাদেশ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2017, 01:22 PM
Updated : 24 Oct 2017, 01:22 PM

আয়োজকদের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, “সমাজের শান্তি ও বৈচিত্র্যে আঘাত করে এমন সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধান খুঁজে বের করতে  তরুণরা একত্রিত হবেন তিন দিনের এই আইডিয়া ল্যাবে।” ফেইসবুক, মাইক্রোসফট ও বাংলাদেশ আইসিটি বিভাগের সহায়তায় এই আয়োজন করা হচ্ছে।

ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের এই দ্বিতীয় আসরের নিবন্ধন চলবে ২৪ অক্টোবর রাত ১১.৩০ মিনিট পর্যন্ত।

তিন দিনের আইডিয়া ল্যাবে অংশগ্রহণ করতে আগ্রহী সকলকে অবশ্যই অনলাইনে রেজিস্ট্রশন করতে হবে।

এই আয়োজন নিয়ে ইউএনডিপি বাংলাদেশের পলিটিক্যাল গভর্ন্যান্স অ্যাডভাইজর শীলা তাসনিম হক বলেন- “বাংলাদেশের জনসংখ্যার বিশাল একটি অংশ তরুণরা এবং ইউএনডিপি তাদের কাজে লাগাতে খুবই আগ্রহী।”