ফেইসবুক গেইমে নির্মাতাদের আয়ের সুযোগ

চলতি বছর ‘ইনস্ট্যান্ট গেইমস’ নামে একটি নতুন গেইমিং প্লাটফর্ম চালু করে বিশ্বের সবচেয়ে বড় সামজিক মাধ্যম ফেইসবুক। এবার এই গেইম নির্মাতাদের ইন-অ্যাপ পারচেইজ আর ভিডিও বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2017, 01:53 PM
Updated : 20 Oct 2017, 01:53 PM

শুরুতে এই বিজ্ঞাপনগুলো পরীক্ষামূলকভাবে ব্ল্যাকস্টর্ম-এর এভারউইং, এফআরভিআর-এর বাস্কেটবল এফআরভিআর-এর মতো নির্দিষ্ট গেইম আর সেগুলোর ডেভেলপারদের জন্য আনা হবে,  বলা হয়েছে মার্কিন সাইট ভার্জ-এর প্রতিবেদনে। 

ফেইসবুক বলেছে, নির্মাতারা ক্রমান্বয়ে গেইমগুলোর বিজ্ঞাপন পরিমাপক টুলগুলোতে অ্যাকসেস পাবেন।

স্পষ্টত, এর মাধ্যমে নির্মাতদেরকে তাদের গেইমগুলো থেকে অর্থ আয়ের সুযোগ দেওয়া হচ্ছে যাতে তারা আরও বেশি গেইম বানায়।