চালু হলো ইউপে

১৭ অক্টোবর  রাজধানীর একটি হোটেলে ডিজিটাল লেনদেন সেবা ইউপে-এর উদ্বোধন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ইউপে’র মাধ্যমে মোবাইল ফোন ব্যবহার করে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ডিজিটাল লেনদেন সম্ভব হবে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে।  

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2017, 03:01 PM
Updated : 17 Oct 2017, 03:01 PM

ব্লকচেইন ও কিউ আর কোড-এর মাধ্যমে ইউপে থেকে লেনদেন করা যাবে। ব্লকচেইন স্বচ্ছ ও নির্ভরযোগ্য লেনদেন প্রক্রিয়া নিশ্চিত করে।  কিউ আর কোডের মাধ্যমে দ্রুত ও সহজ লেনদেন সম্পন্ন হবে বলে প্রতিষ্ঠানটির পাঠানো বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 

ইউপে-এর মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে নগদ অর্থ বহন করতে হবে না। স্মার্ট মোবাইল ফোনকে ডিজিটাল ওয়ালেট হিসাবে ব্যবহার করে বা ইন্টারনেট যুক্ত ব্যক্তিগত কম্পিউটার ব্যবহার করে গ্রাহকরা তাদের ইউসিবি অ্যাকাউন্ট থেকে ব্যাংকিং লেনদেন সম্পন্ন করতে পারবেন। এর মাধ্যমে ভোক্তা, কর্পোরেট ও সরকারি লেনদেন সম্পন্ন করা যাবে। এ সেবা ব্যবহার করে উপহার হিসাবে ডিজিটাল চেক প্রদান, ভাউচার ও রিওয়ার্ড পয়েন্ট নগদায়ন, হিসাব অনুসন্ধান, মিনি স্টেটমেন্ট ইত্যাদি সম্পাদনও করা যাবে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান এ ই আব্দুল মুহাইমেন ইউপে’র উদ্বোধন ঘোষণা করেন।