ট্রিহাউস অফিস বানাচ্ছে মাইক্রোসফট

কর্মীদের জন্য নতুন কর্মপরিবেশ নিয়ে এসেছে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2017, 10:58 AM
Updated : 14 Oct 2017, 10:58 AM

রেডমন্ডে নিজেদের প্রধান কার্যালয়ে প্রুযুক্তি সমৃদ্ধ ‘ট্রিহাউস’ বানিয়েছে প্রতিষ্ঠানটি। এই ট্রিহাউসগুলো বৈঠকের জায়গা হিসেবে ব্যবহৃত হবে। এগুলোর মাধ্যমে আরও অনানুষ্ঠানিক কর্ম পরিবেশের ব্যবস্থা করা হবে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ছবি- মাইক্রোসফট

এক ব্লগ পোস্টে মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়, “কাজের জায়গা যখন ভেতর থেকে বাইরে চলে আসছে আর বৈঠকগুলো হওয়ার জায়গায় উপরে গাছের পাতা থাকবে, কর্মীরা এ থেকে দাপ্তরিক কাজ সম্পর্কে নতুন করতে ভাবার প্রয়াস পাবে।”

মাটি থেকে ১২ ফুট উচ্চতার এই ট্রিহাউসগুলোতে ব্যবহার করা হয়েছে পোড়া কাঠের দেওয়াল, ছাদে রাখা হয়েছে জানালা, অন্তত একটি করে গ্যাসচালিত ফায়ারপ্লেইস, ওয়াইফাই আর লুকানো ইলেকট্রিক্যাল আউটলেট। সেই সঙ্গে থাকছে ক্যাফেটেরিয়া, যেখানে কর্মীরা চাইলে গিয়ে খেয়ে আসতে পারবেন।

টিভি অনুষ্ঠান ‘ট্রিহাউস মাস্টার্স’-এর পিট নেলসন-এই ট্রিহাউসগুলোর নকশা করেছেন। 

ছবি- মাইক্রোসফট

প্রাকৃতিক পরিবেশে কাজ করলে আরও বেশি সৃজনশীলতা, মনযোগ আর শান্তিতে পেশাদার কাজ করা যাবে বলে ভাষ্য প্রতিষ্ঠানটির।

মাইক্রোসফট-এর পক্ষ থেকে বলা হয়, “মাইক্রোসফটের অনন্য কিছু উপকরণ আছে যা বড় মেট্রোপলিটন শহরগুলোর অধিকাংশ প্রতিষ্ঠানের নেই। যেমন, কাঠ দিয়ে বানানো পাঁচশ একর জমির উপর একটি কার্যালয়, যার সঙ্গে রয়েছে প্রচুর সবুজ পরিবেশ আর বন্যজীবনের ছোঁয়া।”

তিনটি ট্রিহাউসের মধ্যে দুটি ইতোমধ্যে ব্যবহারের জন্য প্রস্তুত আর তৃতীয়টির কাজ চলতি বছর শেষে সম্পন্ন হবে।