এবার সাইবার হামলার শিকার ডিসকাস

প্রতিষ্ঠানের ডেটাবেইজে সাইবার হামলার তথ্য প্রকাশ করেছে ওয়েব যোগাযোগ সেবাদাতা মার্কিন প্রতিষ্ঠান ডিসকাস।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2017, 03:09 PM
Updated : 8 Oct 2017, 03:09 PM

২০১২ সালে প্রতিষ্ঠানটিতে হামলা চালিয়ে ১.৭৫ কোটি গ্রাহকের তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকার দল, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।

২০০৭ সাল থেকে শুরু করে গ্রাহকের ইমেইল অ্যাড্রেস ও ইউজারনেইমের স্ক্রিনশট চুরি করা হয়েছে বলে জানানো হয়। এর পাশাপাশি প্লেইন টেক্সট ফরম্যাটে গ্রাহকের শেষ লগইন তারিখও হাতিয়ে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদনে আরও বলা হয় মোট গ্রাহক অ্যাকাউন্টের এক তৃতীয়াংশের পাসওয়ার্ডও নিয়েছে হ্যাকার দল। পাসওয়ার্ডগুলো এনক্রিপ্টেড থাকলেও তা ডিক্রিপ্ট করা হতে পারে বলে শঙ্কা রয়েছে।

গ্রাহকের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে ডিসকাস। বর্তমানে বিষয়টি তদন্ত করছে প্রতিষ্ঠানটি।

সতর্কতার জন্য ভুক্তভোগী গ্রাহকদের পাসওয়ার্ড পরিবর্তন করতে বলেছে ডিসকাস।

চলতি বছরে বেশ কিছু সাইবার হামলার ঘটনা সামনে এসেছে। বছরের প্রথমার্ধে সাইবার আক্রমণের কারণে উৎপাদন কমে যাওয়া ও ক্ষতি নিয়ন্ত্রণ ব্যয়সহ সব মিলিয়ে বিশ্বব্যাপী ক্ষতি বলা হয়েছে চারশ’ কোটি মার্কিন ডলার।

২০১৭ মিডইয়ার সিকিউরিটি রাউন্ডআপ’ নামের একটি প্রতিবেদন প্রকাশ করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো। ওই প্রতিবেদনের তথ্যমতে, ব্যবসায় প্রতিষ্ঠানগুলো র‍্যানসমওয়্যার, বিজনেস ইমেইল কম্প্রোমাইজ (বিইসি) আর ইন্টারনেট অফ থিংস আক্রমণগুলোর মুখোমুখি হওয়ার ঘটনা বাড়ছে।

চলতি বছরের প্রথমার্ধে ৮.২ কোটিরও বেশি র‍্যানসমওয়্যার আর তিন হাজারেরও বেশি বিইসি ঘটনা শনাক্ত করেছে প্রতিষ্ঠানটি।