উবার-অ্যাপল আতাঁত?

উবার ব্যবহারকারীদের আইফোন স্ক্রিন রেকর্ড করতে পারার একটি টুল অ্যাপভিত্তিক ট্যাক্সিসেবাদাতা প্রতিষ্ঠানটিকে ব্যবহার করতে দিচ্ছে মার্কিন টেক জায়ান্ট গুগল, এমন অভিযোগ তুলেছেন নিরাপত্তা গবেষকরা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2017, 07:25 AM
Updated : 7 Oct 2017, 07:25 AM

বৃহস্পতিবার প্রযুক্তি সাইট গিজমোডো’র এক প্রতিবেদনে বলা হয়, গবেষকরা বলেছেন অ্যাপল উবার-এর আইওএস অ্যাপকে আইফোন স্ক্রিনের কপি করার অনুমতি দিয়েছে। অ্যাপল ওয়াচে উবার অ্যাপ ব্যবহারেরর কার্যকারিতা উন্নত করতে এই অনুমতি দিয়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

গবেষকরা এই টুলের সন্ধান পাওয়ার পর উবার বলেছে তারা এটি আর ব্যবহার করবে না ও অ্যাপ থেকে সরিয়ে ফেলবে।

নিরাপত্তা প্রতিষ্ঠান সুডো সিকিউরিটি গ্রুপ-এর নিরাপত্তা গবেষক ও প্রধান নির্বাহী উইল স্ট্র্যাফ্যাচ বলেন, “এটি দেখে মনে হয়েছে অন্য কোনো তৃতীয় পক্ষ ডেভেলপার অ্যাপলের কাছ থেকে এই ধরনের ব্যক্তিগত স্পর্শকাতর তথ্য নিতে সমর্থ হয়নি।”

এক্ষেত্রে উদ্বেগের কারণ হচ্ছে কোনো হ্যাকার উবার-এর নেটওয়ার্ক লঙ্ঘন করতে পারলে তিনি গোপনে আইফোন ব্যবহারকারীর স্ক্রিনে নজর রাখতে পারবেন, হাতিয়ে নিতে পারবেন পাসওয়ার্ড ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য- এমনটাই বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

এ নিয়ে এখনও অ্যাপলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।