জাপানে বার খুলছে অ্যামাজন

জাপানে ১০ দিনের জন্য পপ-আপ বার খুলতে যাচ্ছে অ্যামাজন। চলতি মাসের শেষ দিকে বারটি চালু করবে মার্কিন ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2017, 11:49 AM
Updated : 6 Oct 2017, 11:49 AM

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, টোকিও’র গিনজা এলাকায় বারটি চালু করবে অ্যামাজন। বিয়ার, ওয়াইন, হুইস্কিসহ অনেক ধরনের পানীয় পাওয়া যাবে এতে।

বারটিতে কোনো মেন্যু রাখবে না অ্যামাজন। এর পরিবর্তে বিভিন্ন ধরনের পানীয়ের পরামর্শ দেবে প্রতিষ্ঠানটি। এর পাশাপাশি কিছু বিশেষ ধরনের পানীয় থাকবে যা শুধু অ্যামাজন বার-এ পাওয়া যাবে, প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এমনটাই বলা হয়েছে।

২০ অক্টোবর বারটি উন্মোচন করবে অ্যামাজন। আর সেদিনই এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে।

কী কারণে এই সংক্ষিপ্ত সময়ের জন্য বারটি খোলা হচ্ছে তার কোনো ব্যাখ্যা দেয়নি অ্যামাজন। ধারণা করা হচ্ছে ধীরে ধীরে অ্যালকোহল ব্যবসায় নজর বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের অগাস্টে যুক্তরাষ্ট্রের বাছাইকৃত কিছু শহরে এক ঘন্টায় ওয়াইন সরবরাহ সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে জানতে অ্যামাজন-এর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো বক্তব্য পাওয়া যায়নি।