ফেইসবুকে ইনস্টাগ্রাম স্টোরিজ

এবার সরাসরি ফেইসবুকে ইনস্টাগ্রাম স্টোরিজ শেয়ার করতে পারবেন গ্রাহক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2017, 10:12 AM
Updated : 5 Oct 2017, 10:12 AM

আগের মাসে শুধু পর্তুগালে ফিচারটির পরীক্ষা চালিয়েছে ফেইসবুক। এবার বিশ্বজুড়ে গ্রাহকরা সরাসরি ফেইসবুক স্টোরিজে ইনস্টাগ্রাম স্টোরিজ ব্যবহার করতে পারবেন।

যুক্তরাষ্ট্রের গ্রাহকরাও এখন ফিচারটি ব্যবহার করতে পারছেন বলে জানানো হয়েছে। আর ফেইসবুকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, বিশ্বের সব দেশের গ্রাহকের জন্যই এই ফিচার চালু করা হয়েছে-- খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।

ফেইসবুকের এক মুখপাত্র বলেন, “এখন আপনার ইনস্টাগ্রাম স্টোরিজ-কে ফেইসবুক স্টোরিজে শেয়ার করা সুযোগ আছে। আপনার কাছে যারা গুরুত্বপূর্ণ তাদের সঙ্গে যে কোনো মুহুর্ত আরও সহজে যাতে শেয়ার করা যায় আমরা সে লক্ষ্যেই সব সময় কাজ করছি।”

স্টোরিজ ফিচারের মাধ্যমে ২৪ ঘন্টার জন্য গ্রাহক তার কিছু ছবি রেখে দিতে পারেন। ২৪ ঘন্টা পর এটি নিজে মুছে যায়। প্রথম এই ফিচারটি চালু করে স্ন্যাপচ্যাট।

ইনস্টাগ্রাম থেকে ফেইসবুকে স্টোরিজ শেয়ার করার সুবিধা আনা হলেও ফেইসবুক থেকে ইনস্টাগ্রামে স্টোরিজ শেয়ার করার কোনো সুযোগ এখনও চালু হয়নি। ভবিষ্যতে এই ফিচারটিও চালু করা হতে পারে বলে জানিয়েছেন ওই মুখপাত্র।

নতুন এই ফিচারের কারণে প্রতিটি প্ল্যাটফর্মে আলাদাভাবে ছবি আপলোড করার প্রয়োজন হবে না।

বর্তমানে ২৫ কোটি মাসিক সক্রিয় গ্রাহক রয়েছে ইনস্টাগ্রাম-এর। আর প্রতিষ্ঠানের মোট গ্রাহক সংখ্যা ৭০ কোটি।