লন্ডন ট্রান্সপোর্ট প্রধানের সঙ্গে বৈঠকে উবার প্রধান

লন্ডনের যাতায়াত ব্যবস্থা প্রধানের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করবেন উবারের নতুন প্রধান দারা খোসরোশাহি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2017, 02:36 PM
Updated : 29 Sept 2017, 02:36 PM

যুক্তরাজ্যের রাজধানীতে সেবা পরিচালনার লাইসেন্স পুনরুদ্ধার করতে এই সাক্ষাৎকে অ্যাপভিত্তিক গাড়ি সেবাদাতা মার্কিন প্রতিষ্ঠানটির বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

৩০ সেপ্টেম্বর লন্ডনে বর্তমান লাইসেন্স-এর মেয়াদ শেষ হচ্ছে উবার-এর। আগের সপ্তাহে ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) জানায় প্রতিষ্ঠানটিকে নতুন করে লাইসেন্স দেওয়া হবে না।

এই নিয়ন্ত্রক সংস্থা বলছে, উবারের কর্পোরেট দায়িত্বশীলতাসহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি রয়েছে, যা নাগরিকদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।

বর্তমানে উবারের বাজার মূল্য সাত হাজার কোটি মার্কিন ডলার। গোল্ডম্যান স্যাকস-সহ প্রতিষ্ঠানের অন্যান্য বিনিয়োগকারীরা লন্ডনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

বৃহস্পতিবার এই সিদ্ধান্তকে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে “অসামঞ্জস্যপূর্ণ” বলায় বিষয়টি আরও বেগ পায়।

উবারের এক মুখপাত্র বলেন, “সামনের সপ্তাহে কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করছেন আমাদের নতুন প্রধান নির্বাহী। সোমবার তিনি যেমনটা বলেছেন সব ঠিক করতে আমরা লন্ডনের সঙ্গে কাজ করবো।”

এক মাসেরও কম সময় হলো উবারের প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছেন খোসরোশাহি। সাম্প্রতিক সময়ে উবারের নানা কেলেঙ্কারি ও ব্যবসায়িক ভাবমূর্তি ঠিক করার লক্ষ্যেই নিয়োগ দেওয়া হয় তাকে।

লন্ডনের ট্রান্সপোর্ট কমিশনার মাইক ব্রাউন-এর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ইতোমধ্যে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে টিএফএলও।

প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজারগুলোর মধ্যে একটি লন্ডন। এমন সিদ্ধান্ত নতুন নির্বাহীর জন্য আরেকটি চ্যালেঞ্জ।

আপিল চলাকালীন লন্ডনে সেবা চালিয়ে যেতে পারবে উবার। আপিল প্রক্রিয়া শেষ হতে কয়েক মাস লাগতে পারে।