২০১৮ সালে আসবে অফিস ২০১৯

২০১৮ সালের শেষার্ধে আনা হবে মাইক্রোসফট অফিস-এর পরবর্তী সংস্করণ অফিস ২০১৯। ওই বছরের মাঝামাঝি সময়ে এর প্রিভিউ ছাড়া শুরু হবে। 

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2017, 05:03 AM
Updated : 28 Sept 2017, 05:03 AM

এই সংস্করণেও ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট আর আউটলুকসহ অন্যান্য অফিস অ্যাপ এবং এক্সচেঞ্জ, শেয়ারপয়েন্ট ও স্কাইপ ফোর বিজনেস সার্ভার থাকবে, মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে মার্কিন সফটওয়্যার জায়ান্টটি।

প্রতিষ্ঠানটি বলে, “নতুন সূত্র আর চার্টগুলো এক্সেল-এর ডেটা বিশ্লেষণ আরও শক্তিশালী করবে। মরফ আর জুম-এর মতো ভিডিও অ্যানিমেশন ফিচারগুলো পাওয়ারপয়েন্ট উপস্থাপনাগুলো আরও জাকজমক করবে।”

এই সংস্করণে সার্ভার উন্নতিও আনা হবে। এর মধ্যে আইটি ব্যবস্থাপনা, ব্যবহার উপযোগিতা, কণ্ঠ ও নিরাপত্তা উন্নতিও রয়েছে বলে আইএএনএস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুই বছর আগে মাইক্রোসফট অফিস-এর চলতি সংস্করণ অফিস ২০১৬ আনা হয়েছিল।

চলতি মাসে, মাইক্রোসফট ‘টিমস’ নামের একটি ফিচার চালু করেছে। এটি সব অফিস ৩৬৫ বাণিজ্যিক ও শিক্ষামূলক গ্রাহককে অতিথি হিসেবে অ্যাকসেস করার সুযোগ দেয়।