অক্টোবরে বৈদ্যুতিক ট্রাক উন্মোচন করবে টেসলা

চলতি বছর অক্টোবরের শেষ দিকে বৈদ্যুতিক সেমি-ট্রাক উন্মোচনের সম্ভাব্য তারিখ  জানিয়েছে টেসলা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2017, 09:37 AM
Updated : 14 Sept 2017, 09:37 AM

এর আগে প্রতিষ্ঠান প্রধান ধারণা করেছিলেন সেপ্টেম্বরেই ট্রাকটি উন্মোচন করা হবে। এবার সে তারিখ এক মাস পেছাচ্ছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি।

এক টুইট বার্তায় মাস্ক বলেন, “হথ্রোন-এ টেসলা সেমি ট্রাক উন্মোচন ও টেস্ট রাইডের সম্ভাব্য তারিখ ২৬ অক্টোবর।”

নতুন ট্রাক দিয়ে তেলচালিত ট্রাকগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামতে চাচ্ছে টেসলা। তেলচালিত ট্রাকগুলো এক ট্যাংক তেল দিয়ে এক হাজার মাইল পর্যন্ত চলতে পারে। এবার দেখার বিষয় ব্যাটারি চালিত টেসলা ট্রাক কতোদূর পর্যন্ত যেতে পারবে।

ধারণা করা হচ্ছে টেসলা’র এই ট্রাকগুলো একবার চার্জে ২০০ থেকে ৩০০ মাইল চলতে পারবে।

আগের বছরই বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য টেসলা সেমি নামে একটি ট্রাক উন্মোচনের কথা জানায় প্রতিষ্ঠানটি। চলতি বছর এপ্রিলে মাস্ক জানান সেপ্টেম্বরেই ট্রাকটি উন্মোচন করা হবে।

বৈদ্যুতিক ট্রাকগুলোতে স্ব-চলন প্রযুক্তিও যোগ করার চেষ্টা করছে টেসলা। চলতি বছর অগাস্টে রয়টার্স-এর এক প্রতিবেদনে বলা হয়, টেসলা এমন একটি বৈদ্যুতিক ট্রাক বানাচ্ছে যেটি নিজে থেকেই চলতে পারবে এবং ‘প্লাটুন’ হিসেবে সামনের ট্রাককে অনুসরণ করবে।