চীনে কার্যালয় খুলতে চায় ফেইসবুক

এক দশকেরও বেশি সময় ধরে চীনে ফেইসবুক বন্ধ। কিন্তু তারপরও হার্ডওয়্যার নির্মাণের লক্ষ্যে দেশটিতে কার্যালয় স্থাপনের জন্য একটি জায়গা খুঁজছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি। 

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2017, 12:23 PM
Updated : 7 Sept 2017, 12:23 PM

বুধবার মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, এই কার্যালয় ফেইসবুককে চীনে তাদের বিস্তৃত লক্ষ্যপূরণে সহায়তা করতে পারে। ফেইসবুকের এই পরিকল্পনা এখনও সম্ভাব্য পর্যায়ে আছে। এটি চীনা সরকারের অনুমোদনের উপরও নির্ভর করছে বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। 

প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, “আমরা অনেকদিন ধরেই বলছি আমরা চীনের প্রতি আগ্রহী আর এই দেশটি সম্পর্কে জানতে ও শিখতে বিভিন্ন উপায়ে সময় ব্যয় করছি।”

ফেইসবুকের নতুন হার্ডওয়্যার পদক্ষেপের জন্য চীনের ইলেকট্রনিকস সাপ্লাই চেইন-এর দরকার হবে। অ্যাপলের আইফোনসহ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কিছু গ্যাজেট এখানেই তৈরি করা হয়।

ফেইসবুকের হার্ডওয়্যার প্রকল্প বিল্ডিং ৮-এর কর্মীরা প্রথম এই কার্যালয় ব্যবহার করবেন।

২০১৫ সালে ফেইসবুক চীনের রাজধানী বেইজিংয়ে একটি কার্যালয় স্থাপনের অনুমোদন পেয়েছিল। কিন্তু সে সময় প্রতিষ্ঠানটিকে শুধু তিন মাসের সময় দেওয়া হয়েছিল আর তারা ওই সময়ের মধ্যে কোনো কিছু প্রতিষ্ঠা করতে পারেনি।

ফেইসবুক অধীনস্থ ভার্চুয়াল রিয়ালিটি প্রতিষ্ঠান অকুলাস-এর ইতোমধ্যেই সাংহাইয়ে একটি কার্যালয় রয়েছে।

বর্তমানে ফেইসবুক তৃতীয় পক্ষীয় প্রতিষ্ঠান আর নিজস্ব কর্মীদের দিয়ে চীনে বিজ্ঞাপন বিক্রি করে।