পাঁচ হাজার ডলারে বিটকয়েন

প্রথমবারের মতো পাঁচ হাজার ডলার ছাড়িয়েছে এক বিটকয়েনের মূল্য।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2017, 12:57 PM
Updated : 5 Sept 2017, 12:57 PM

ডিজিটাল মুদ্রাবিষয়ক সাইট কয়েনডেস্ক-এর মূল্য সূচকের তথ্য অনুযায়ী, শনিবার সকালে প্রতি বিটকয়েনের মূল্য ৫১০৩.৯১ ডলার পর্যন্ত উঠে। রেকর্ড সৃষ্টিকারী এই মূল্য এই ক্রিপ্টোকারেন্সির মোট বাজার মূল্য বাড়াতে সহায়তা করেছে। বর্তমানের সব মিলিয়ে অংকটা এখন ১৭৬০০ কোটি ডলারের বেশি বলেই উল্লেখ করা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে। 

বিবিসি’র এই প্রতিবেদন প্রকাশের সময় প্রতি বিটকয়েনের মূল্য ৪৪৮৫ ডলারে নেমে এসেছিল।

চলতি বছরের শুরুতে এক বিটকয়েনের দাম এক হাজার ডলারের নিচে ছিল। চলতি বছর জুলাইয়ে কোনো কোনো বাজার পর্যবেক্ষক এর দাম কমে আসবে বলে শংকা প্রকাশ করেছিলেন। কিন্তু এই ভার্চুয়াল মুদ্রার দাম ধীরে হলেও শুধু বেড়েছেই।

লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান শেরিড্যানস-এর ক্রিপ্টোকারেন্সি বিশেষজ্ঞ ইটান জ্যাঙ্কেলউইটজ বলেন, “আমরা এর আগে বিশেষ কোনো সংখ্যায় পৌঁছানোর আগে দাম কমতে দেখেছি- প্রায়ই এটা হয় কারণ কোনো মুদ্রা যখন একটি নির্দিষ্ট দামে পৌঁছে যায় তখন মানুষ তা বিনিময়ের অর্ডার করে থাকে। আর মানুষের অভ্যাস হচ্ছে ‘রাউন্ড সংখ্যা’ বেছে নেওয়া (৫০০০-এর মতো)।”