ব্রিটিশ পুলিশের মাথায় লাগানো হবে ক্যামেরা
প্রযুক্তি ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2017 12:52 AM BdST Updated: 15 Aug 2017 12:52 AM BdST
-
ছবি- মেট পুলিশ
যুক্তরাজ্যে পুলিশের গুলি করার বিষয়ে ‘আরও বেশি স্বচ্ছতা’ আনতে অস্ত্রধারী পুলিশ কর্মকর্তাদের মাথায় ক্যামেরা যোগ করা হবে।
দেশটির সবচেয়ে বড় পুলিশ বাহিনী মেট-এর পক্ষ থেকে বলা হয়, অস্ত্রধারী কর্মকর্তাদের মাথায় বেইসবল ক্যাপে ক্যামেরা জুড়ে দেওয়া হবে। এর মাধ্যমে পরিস্থিতির ‘একটি সঠিক জবাবদিহিতা’ পাওয়া যাবে বলেই দাবি মেট-এর। অস্ত্রধারী কর্মকর্তাদের সঙ্গে আগে ক্যামেরা যুক্ত করে দেওয়ার প্রচলন ছিল, কিন্তু ২০১৫ সালে এগুলো ‘বিশেষ উদ্দেশ্যে’ ব্যবহৃত হয় বলে অভিযোগ উঠলে তা সরিয়ে নেওয়া হয়, খবর বিবিসি’র।
খোলা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন এমন কর্মকর্তারা নতুন এই ক্যামেরাগুলো বহন করবেন।
যুক্তরাজ্যের পুলিশ পর্যবেক্ষক সংস্থা ইন্ডিপেনডেন্ট পুলিশ কমপ্লেয়েন্স কমিশন (আইপিসিসি)-এর পক্ষ থেকে বলা হয়, পরীক্ষার সময় দেখা যায় পুলিশ কর্মকর্তাদের দেহে ক্যামেরা রাখা হলে তা ফুটেজের মানে প্রভাব ফেলে। অস্ত্রধারী পুলিশ কর্মকর্তারা যেভাবে তাদের কার্যক্রম পরিচালনা করেন, সে বিবেচনায় মাথায় ক্যামেরা লাগানোর অপশন উত্তম।
পুলিশ কর্মকর্তাদের প্রায় এক হাজার ক্যামেরা দেওয়া হবে।
পুলিশ কমান্ডার ম্যাট টুইস্ট বলেন, “এই ক্যামেরাগুলো সামনে ও পেছনে থাকা লোকদের জন্য আরও বেশি স্বচ্ছতা দেবে।”
লন্ডনের মেয়র সদিক খান বলেন, “আমাদের রাজধানীর পুলিশ বাহিনীকে একুশ শতকে নিয়ে আসতে ও শহরের পুলিশিং-এর উপর আস্থা ও আত্মবিশ্বাস বাড়াতে এটি একটি বিশাল পদক্ষেপ।”
-
স্মার্টফোনের বিক্রি কমলেও ‘সুদিন’ চলছে স্যামসাংয়ের
-
ট্রিলজিতে ‘ভজঘট’, জিটিএ ৬-এর দিকে ঝুঁকছে রকস্টার
-
গেইমিংয়ের জন্য ‘রোগ ফোন ৬’ এবং ‘৬ প্রো’ আনছে আসুস
-
যোগাযোগ হারিয়েছে নাসার ‘ক্যাপস্টোন’ স্যাটেলাইট
-
ভারত সরকারকে ‘চ্যালেঞ্জ’ টুইটারের
-
ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবেন যেভাবে
-
‘দ্রুতগতির’ আউটলুক লাইট অ্যাপ আনছে মাইক্রোসফট
-
ক্রিপ্টো ধসে বিপাকে সাইবার অপরাধীরাও
সর্বাধিক পঠিত
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের