সাইবার হামলা, রাশিয়াকে দুষছে ইউক্রেইন
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jul 2017 05:23 PM BdST Updated: 02 Jul 2017 05:23 PM BdST
-
ছবি- রয়টার্স
সম্প্রতি বিশ্বব্যাপী ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে চালানো সাইবার হামলায় রুশ নিরাপত্তা সংস্থাগুলো জড়িত ছিল আর এর প্রমাণ রয়েছে বলে দাবি করেছে ইউক্রেইন।
ইউক্রেইনের নিরাপত্তা সংস্থা এসবিইউ-এর পক্ষ থেকে বলা হয়, ২০১৬ সালের ডিসেম্বরে দেশটির রাজধানী কিয়েভ-এ চালানো এক সাইবার হামলার সংশ্লিষ্ট ডেটা তাদের কাছে রয়েছে। সর্বশেষ মঙ্গলবার চালানো হামলা সবার আগে ইউক্রেইনিয়ান প্রতিষ্ঠানগুলোই সবার আগে শনাক্ত করে, এরপর হামলায় ব্যবহৃত ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে বলে রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে।
এই ভাইরাস বিশ্বব্যাপী আইটি সিস্টেমগুলোকে বিপর্যস্ত করে দেয়, বিকল করে দেয় কম্পিউটারগুলো। আক্রমণ চালানোর পর ব্যবহারকারীদের কাছ থেকে ডিজিটাল মুদ্রা বিটকয়েনের মাধ্যমে মুক্তিপণ দাবি করে, যা শনাক্ত করা যায় না।
ইউক্রেইনের আঙ্গুল রাশিয়ার দিকে তোলা হয়েছে, তবে এই আক্রমণ থেকে রক্ষা পায়নি তারাও। আক্রান্ত হয়েছে কয়েকটি বড় রুশ প্রতিষ্ঠানও, এ কারণে কয়েকজন সাইবার নিরাপত্তা গবেষকের মতে এই হামলার পেছনে মস্কো দায়ী নয়।
শনিবার এসবিউ’র পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অ্যান্টি-ভাইরাস প্রতিষ্ঠানগুলো থেকে পাওয়া ডেটা থেকে প্রমাণিত হয় এর সঙ্গে আগের কথিত ‘পেটইয়া’ ভাইরাস দিয়ে চালানো সাইবার হামলার সংযোগ রয়েছে, যে হামলায় কোনো মুক্তিপণ চাওয়া হয়নি। এসবিইউ’র মতে, সাম্প্রতিক হামলায় মুক্তিপণ চাওয়াটা ছিল মূল ঘটনা ঢেকে রাখার ফন্দি। সংস্থাটির দাবি, ইউক্রেইনের রাষ্ট্রীয় ও অসরকারি প্রতিষ্ঠানগুলোর পরিচালনা বন্ধ করে দিয়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করাই ছিল এই হামলার লক্ষ্য।
মুক্তিপণ পরিশোধে আর্থিক লেনদেন সম্পন্ন করতে বাস্তব কৌশলের অভাব থাকায় এমন ধারণা করা হয়েছে বলে জানিয়েছে এসবিইউ।
সাম্প্রতিক হামলাগুলোতে ইউক্রেইন বাজভাবেই আক্রান্ত হয়েছে। একদিনের বেশি সময়ের মধ্যে কম্পিউটার নেটওয়ার্কের কাজ ব্যহত হওয়া নিয়ে দেশটির পুলিশ প্রায় এক হাজার বার্তা পেয়েছে। মোট দেড়শ’টি প্রতিষ্ঠান পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে।
ডিসেম্বরে দেশটির আর্থিক, যোগাযোগ ও শক্তি ব্যবস্থাগুলো সাইবার হামলার লক্ষ্যে পরিণত হয়েছে বলে জানিয়েছে তদন্তকারীরা। এই ঘটনায় কিয়েভে বিদ্যুৎ সরবরাহ ব্যহত হয়েছে।
-
২০ জনপ্রিয় গেইম আনছে সনির ‘প্লেস্টেশন ভিআর২’
-
মেটাভার্সে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত চায় না মেটা
-
মাস্কের অনিশ্চয়তার মধ্যেই বার্ষিক সভা টুইটারের
-
নতুন পিসিতে পুরনো অ্যাপ: পরীক্ষায় মাইক্রোসফট
-
চীনের লকডাউনে পেছালো অ্যাপলের আইফোন উৎপাদন
-
নিজের ফেইসবুক অ্যাকাউন্ট মুছে দেবেন যেভাবে
-
গোলকধাঁধা থেকেও পালাতে পারে ‘পাস্তা রোবট’
-
ক্রিপ্টো ধসে বিপাকে ইউক্রেইন সরকার
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- দ্রুত ৪ উইকেট হারিয়ে কাঁপছে বাংলাদেশ
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- বিএমডব্লিউ, মার্সিডিজসহ ১০৮ গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস