মডেল ৩ সেডানের তারিখ জানা যাবে রোববার

মডেল ৩ সেডান উন্মোচনের তারিখ আর সংশ্লিষ্ট তথ্য নিয়ে রোববার ঘোষণা দেবে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান টেসলা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2017, 12:49 PM
Updated : 1 July 2017, 12:49 PM

মডেল ৩ উন্মোচনের তারিখ নিয়ে থাকা জল্পনা অবসান ঘটাতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক-কে এক টুইটে আহ্বান জানান ব্যবসায়বিষয়ক বিশ্লেষক ডগলাস বেইলি। জবাবে মাস্ক বলেন, ‘রোববারের খবরে’ এ নিয়ে কিছু থাকবে, খবর রয়টার্স-এর। 

চলতি বছর মে মাসে মাস্ক বলেন, জুলাইয়ে মডেল ৩ সেডান-এর উৎপাদন শুরু করতে যাচ্ছে টেসলা। এই গাড়ির দাম রাখা হবে প্রায় ৩৫ হাজার ডলার।

চলতি বছরের শেষের মধ্যে টেসলা প্রতি সপ্তাহে পাঁচ হাজারেরও বেশি মডেল ৩ উৎপাদনের আশা করছে। আর ২০১৮ সালের ‘কোনো এক সময়ের’ মধ্যে অংকটা ১০ হাজার করার প্রত্যাশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। 

মাস্ক আরও বলেছেন, প্রথমে এই গাড়িতে টু-হুইল ড্রাইভ দেওয়া হবে। আর সামনের বছরের শুরুতে অল-হুইল ড্রাইভ আনার আশা রয়েছে।

সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটি চীনে নিজেদের উৎপাদন বাড়ানোর পথ খুঁজছে। শাংহাইয়ের সঙ্গে একটি প্রাথমিক চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। চুক্তিটি হলে শহরটিতে স্থানীয়ভাবে উৎপাদনের সম্ভাব্যতা যাচাই শুরু করবে টেসলা।

এর আগেও এক প্রতিবেদনে বলা হয়, দেশটিতে কারখানা তৈরি করছে মার্কিন প্রতিষ্ঠানটি। তবে সে সময় প্রকাশিত খবর অস্বীকার করে টেসলা জানায়, আপাতত চীনে কোনো কারখানা তৈরির পরিকল্পনা নেই তাদের।

চীনে বৈদ্যুতিক গাড়ি তৈরি করলে সীমান্ত কর কমবে টেসলা’র, এমনটাও বলা হয় ওই প্রতিবেদনে।