ভারতে সাইবার হামলায় বিপর্যস্ত বন্দরের কাজ
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jun 2017 05:09 PM BdST Updated: 28 Jun 2017 05:09 PM BdST
র্যানসমওয়্যার হামলার পর ভারতের সবচেয়ে বড় কনটেইনার বন্দর জওহরলাল নেহরু পোর্ট বা জেএনপিটি’র তিনটি টার্মিনাল-এর একটির কার্যক্রম বিপর্যস্ত হয়েছে, বুধবার বন্দর কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে।
Related Stories
রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়, ক্ষতিগ্রস্থ টার্মিনালটি ড্যানিশ শিপিং জায়ান্ট এপি মলার-মায়েরস্ক পরিচালনা করে। মঙ্গলবার আলাদা এক বিবৃতিতে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, সাইবার আক্রমণের ফলে প্রতিষ্ঠানটির বৈশ্বিক কম্পিউটার সিস্টেম ব্যহত হয়েছে।
চলতি বছরেই মে মাসে বিশ্বব্যাপী র্যানসমওয়্যার হামলায় তিন লাখেরও বেশি কম্পিউটার আক্রান্ত হয়। এবারের আক্রমণও ওই ঘটনার সঙ্গে মিলে যায়। এবারের আক্রমণে ইতোমধ্যে রাশিয়ার সবচেয়ে বড় তেল সরবরাহকারী প্রতিষ্ঠান, ইউক্রেনিয়ান বিভিন্ন ব্যাংক ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলো আক্রান্ত হয়েছে।
ভারতীয় ওই বন্দর কর্তৃপক্ষ বিকল্প উপায়ে কনটেইনারগুলো খালি করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু টার্মিনালটির কার্যক্রম পরিচালনার সক্ষমতা এক তৃতীয়াংশে নেমে এসেছে, রয়টার্স-কে এ কথা বলেন জেনপিটি’র চেয়ারম্যান অনিল দিগিকার। তিনি বলেন, “এটি বিশ্বব্যাপী সাইবার আক্রমণের ফল। আমরা আশা করি একদিনের মধ্যে আমাদের কার্যক্রম স্বাভাবিক হয়ে যাবে।
তিনি বলেন, কনটেইনার ভরা ও খালি করতে বিলম্ব হওয়ায় এগুলো বন্দরের বাইরে জমা করা রাখা হচ্ছে বলেও জানান তিনি।
-
মিথ্যাচারের মামলায় ১৫ কোটি ডলার জরিমানা দেবে টুইটার
-
ব্রেক্সিটের ইমেইল ফাঁস করেছে রুশ হ্যাকাররা: গুগল
-
২০ জনপ্রিয় গেইম আনছে সনির ‘প্লেস্টেশন ভিআর২’
-
মেটাভার্সে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত চায় না মেটা
-
মাস্কের অনিশ্চয়তার মধ্যেই বার্ষিক সভা টুইটারের
-
নতুন পিসিতে পুরনো অ্যাপ: পরীক্ষায় মাইক্রোসফট
-
চীনের লকডাউনে পেছালো অ্যাপলের আইফোন উৎপাদন
-
নিজের ফেইসবুক অ্যাকাউন্ট মুছে দেবেন যেভাবে
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল