মার্কিন সেনাবাহিনীর ডেটা অ্যামাজনে

মার্কিন সেনাবাহিনীর ৬০ হাজারের বেশী সংবেদনশীল নথি পাওয়া গেছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন-এর সার্ভারে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2017, 02:20 PM
Updated : 2 June 2017, 02:20 PM

প্রতিষ্ঠানটির সার্ভারে ডেটাগুলো খুঁজে পান বিশ্লেষণা প্রতিষ্ঠান আপগ্রেড-এর বিশ্লেষক ক্রিস ভিকেরি। চাইলে ডেটাগুলো সাধারণ জনগণ দেখতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি, বলা হয়েছে বিবিসি-এর প্রতিবেদনে।

অ্যামাজনের সার্ভারে মার্কিন সরকারি সিস্টেমের পাসওয়ার্ড এবং প্রতিরক্ষা ঠিকাদারী প্রতিষ্ঠান বুজ অ্যালেন হ্যামিলটন (বিএএইচ)-এর এক জেষ্ঠ্য প্রকৌশলীর নিরাপত্তা তথ্য রয়েছে বলেও জানানো হয়।

এ বিষয়ে এক বিবৃতিতে বিএএইচ-এর পক্ষ থেকে বলা হয়, সার্ভারে কোনো গোপন তথ্য জমা করা ছিল না।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও বলা হয়, “আমরা নিশ্চিত করেছি যে ওই ইউজারনেইম এবং পাসওয়ার্ডের কোনোটি গোপন তথ্য হাতিয়ে নিতে ব্যবহার করা হয়নি।”

নথিগুলো মার্কিন ন্যাশনাল জিওস্প্যাশিয়াল-ইন্টেলিজেন্স এজেন্সি (এনজিএ)-এর একটি প্রকল্পের সঙ্গে জড়িত বলে বলা হচ্ছে।

বিএএইচ জানায়, “বিশ্বাস করা হচ্ছে ঘটনাটি একটি অনিচ্ছাকৃত ভুলের ফলাফল। যখনই ভুলের বিষয়ে জেনেছি দ্রুত আমরা এটি সুরক্ষিত করতে পদক্ষেপ নিয়েছি এবং আমদের গ্রাহকের সতর্ক করেছি। আর তদন্ত শুরু করেছি।”

বিবিসি-কে ভিকেরি বলেন, “তিনি অ্যামাজনের পাবলিক বাকেটে দৈনিক অনুসন্ধান চালানোর সময় সার্ভারে ডেটাগুলো খুঁজে পান।”

নথিগুলো সম্পর্কে চলতি বছরের ২৪ মে বিএএইচ-এর প্রধান তথ্য সুরক্ষা কর্মকর্তাকে ইমেইল করেন ভিকেরি। তার ইমেইল পেয়ে দ্রুত পদক্ষেপ নেন কর্তৃপক্ষ।