বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বেজোস

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় দ্বিতীয় অবস্থানে পৌঁছেছে্ন মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন প্রধান জেফ বেজোস। এর আগে দ্বিতীয় অবস্থানে ছিলেন ওয়ারেন বাফেট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2017, 10:25 AM
Updated : 30 March 2017, 10:25 AM

ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইন্ডেক্স-এর নতুন তালিকায় দেখা গেছে বেজোস-এর সম্পদের পরিমাণ ৭৫৬০ কোটি মার্কিন ডলার। এছাড়া ফোর্বস-এর আরেকটি র‍্যাংকিংয়ে বলা হয়েছে তার সম্পদের পরিমাণ ৭৫২০ কোটি মার্কিন ডলার।

বুধবার লেনদেন চলাকালে অ্যামাজনের বাজার মূল্য বেড়েছে ৯০০ কোটি মার্কিন ডলার। এতে বেজোসের নিজের সম্পদ বেড়েছে ১৫০ কোটি মার্কিন ডলার, জানিয়েছে সিএনএন।

সম্প্রতি ব্রিটিশ ব্যাংকিং এবং আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বারক্লেই’স ঘোষণা দেয় যে, “অ্যামাজন হতে পারে প্রথম ট্রিলিয়ন-ডলার বাজার মূল্যের প্রতিষ্ঠান।” বারক্লেই’স-এর এমন ঘোষণার পরই লাফিয়ে বেড়েছে অ্যামাজনের শেয়ার মূল্য। ঘোষণার কিছু সময়ের মধ্যেই রেকর্ড মূল্যে পৌঁছায় প্রতিষ্ঠানের শেয়ার।

এই সময়ের মধ্যে আগের বছরের তুলনায় অ্যামাজনের শেয়ার মূল্য বেড়েছে ১৬ শতাংশ। আগের দিনই মধ্য প্রাচ্যের ই-কমার্স প্রতিষ্ঠান সৌক-কে কেনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এমন সিদ্ধান্তে খুশিই হয়েছেন বিনিয়োগকারীরা।

অ্যামাজনের পাশাপাশি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ব্লু অরিজিন-এর মালিকও জেফ বেজোস। ধনী ব্যক্তির তালিকায় এখনও শীর্ষে রয়েছেন মাইক্রোসফট সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। বর্তমানে তার সম্পদের পরিমাণ বলা হচ্ছে ৮৬০০ কোটি মার্কিন ডলার।