ডেটা ‘পাবেন না’ ডেটা ব্যবসায়ীরা
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Mar 2017 08:34 PM BdST Updated: 14 Mar 2017 08:34 PM BdST
-
ছবি- রয়টার্স
নজরদাড়ির টুল বানাতে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটির ডেটা ব্যবহারে সোমবার থেকে সফটওয়্যার ডেভেলপারদের উপর প্রতিবন্ধকতা আরোপ করা হয়েছে। আন্দোলনকারীদের শনাক্ত করতে মার্কিন পুলিশ বিভাগের কাজে লাগানো এক প্রক্রিয়া বন্ধে এই পদক্ষেপ নিয়েছে ফেইসবুক।
২০১৬ সালে আমেরিকান সিভিল রাইটস লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) এক প্রতিবেদনে জানায় পুলিশ বিভিন্ন জায়গায় আন্দোলকারীদের উপর গুপ্তচরবৃত্তি চালাতে ডেটা আর ব্যবহারকারীদের অন্যান্য তথ্য ব্যবহার করছে। এই প্রতিবেদনের পর ফেইসবুক, এর মালিকানাধীন ইনস্টাগ্রাম আর প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং সাইট টুইটার প্রাইভেসি সমর্থকদের কড়া সমালোচনার মুখে পড়ে, জানিয়েছে রয়টার্স।
এসিএলইউ-এর প্রতিবেদনে সাড়া দিয়ে প্রতিষ্ঠানগুলো শিকাগোভিত্তিক ডেটা সরবরাহকারী প্রতিষ্ঠান জিওফিডিয়া’র ডেটা অ্যাকসেস বন্ধ করে দেয়।
ফেইসবুকের প্রাইভেসিবিষয়ক উপপ্রধান কর্মকর্তা রব শেরম্যান সোমবার ফেইসবুকে এক পোস্টে বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের নীতিমালা স্পষ্ট করা। তাৎক্ষণিকভাবে সাক্ষাৎকারের জন্য তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। তিনি বলেন, এই পরিবর্তন “মানুষ তাদের কথা শুনাতে নিরাপদ বোধ করবে এমন একটি সম্প্রদায়” তৈরিতে সহায়তা করবে।
সোমবার তাৎক্ষণিকভাবে জিওফিডিয়া’র কোনো প্রতিনিধিকে মন্তব্যের জন্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। প্রতিষ্ঠানটি পাঁচ শতাধিক আইন-শৃংখলা প্রণয়নকারী সংস্থার সঙ্গে কাজ করেছে বলে জানায় এসিএলইউ।
২০১৬ সালের অক্টোবরে জিওফিডিয়া প্রধান নির্বাহী ফিল হ্যারিস জানান, তাদের প্রতিষ্ঠান প্রাইভেসি বিষয়ে অঙ্গীকারবদ্ধ আর তারা নাগরিক অধিকার রক্ষায় কাজ করবেন।
টুইটার ও ইউটিউবসহ বড় সামাজিক মাধ্যমগুলোও ফেইসবুকের পদক্ষেপে সমর্থন দিয়েছে বলে জানান নর্দার্ন ক্যালিফোর্নিয়ায় এসিএলইউ’র প্রযুক্তি ও নাগরিক অধিকার নীতিমালা পরিচালক নিকোল ওজার। তিনি প্রতিষ্ঠানগুলোর এই পদক্ষেপের প্রশংসা করলেও এ ধরনের ডেটা ব্যবহার তাদের আরও আগেই বন্ধ করা উচিত ছিল বলে জানান তিনি।
প্রতিষ্ঠানগুলো তাদের নীতিমালা কীভাবে প্রণয়ন করবে তা অস্পষ্ট বলে জানিয়েছেন সরকারের নজরদাড়ির জন্য সামাজিক মাধ্যম ব্যবহারের বিরোধিতা করা অলাভজনক প্রতিষ্ঠান সেন্টার ফর মিডিয়া-এর নির্বাহী পরিচালক মালকিয়া সাইরিল।
-
ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবেন যেভাবে
-
‘দ্রুতগতির’ আউটলুক লাইট অ্যাপ আনছে মাইক্রোসফট
-
ক্রিপ্টো ধসে বিপাকে সাইবার অপরাধীরাও
-
শত কোটি চীনা নাগরিকের তথ্য ‘হ্যাকারের হাতে’
-
‘দানবীয়’ ক্যামেরা সেন্সর শাওমির নতুন ফোনে
-
শুরু হলো কোরবানির পশু কেনাবেচায় ডিজিটাল হাট
-
জ্বর শনাক্ত করবে অ্যাপল ওয়াচ সিরিজ ৮?
-
ক্রিপ্টোই আর্থিক সম্পৃক্ততার চাবিকাঠি: মধ্য আফ্রিকা
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার