পুরুষদের সাজ সচেতনতা বাড়ছে: গুগল

সাজগোজ নিয়ে কেবল নারীরাই সচেতন- এমন ধারণা বদলে দিয়েছে টেক জায়ান্ট গুগলের নতুন প্রকাশিত জরিপ। এতে দেখা গেছে ২০১৬ সালে প্রায় ৪৩ শতাংশ পুরুষ তাদের সাজ-সজ্জা কেমন হবে তা জানতে গুগল-এর দ্বারস্থ হয়েছেন।

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2017, 02:00 PM
Updated : 12 March 2017, 02:00 PM

“৫০ শতাংশ পুরুষ সাজের অংশ হিসেবে গুগলে বিভিন্ন জিনিস খুঁজেছেন। এই তালিকার শীর্ষে রয়েছে ‘শেভিং’ এবং তারপরেই রয়েছে ডিওডরেন্ট,”। শনিবার গুগল-এর ‘ইয়ার ইন সার্চ ২০১৬’ শীর্ষক এক তালিকায় এই তথ্য উন্মোচিত হয়।

জরিপে দেখা যায়, দাড়ির স্টাইলে এখন প্রায় ৮০ শতাংশ পুরুষ শেভার-এর বদলে ট্রিমার বেছে নিতে তিনগুণ বেশি আগ্রহী।

গুগলে সৌন্দর্যবিষয়ক অনুসন্ধানের শীর্ষে রয়েছে ‘চুলের যত্ন’ এবং তারপরে আছে ‘ত্বকের যত্ন’ ও ‘মেইকআপ’।

“সৌন্দর্যবিষয়ক পরামর্শ আর স্টাইলবিষয়ক অনুসন্ধান ২০১৫ সালের চেয়ে প্রায় পাঁচ গুণ বেড়েছে।”

জরিপ অনুসারে, ২০১৬ সালে ডেটিংবিষয়ক সার্চ প্রায় ৫০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা আইইএনএস।

“২০১৬ সালে ডেটিং বিষয়ক অনুসন্ধান আর অ্যাপ ডাউনলোড উন্মাদনা ছিল বিশ্বজোড়া। বছরজুড়ে ডেটিং অ্যাপ ব্যবহার প্রায় ৫০ শতাংশ বেড়েছে। সেই সঙ্গে ডেটিং অ্যাপ ডাউনলোডও  প্রায় ৫৩ শতাংশ বেড়েছে,” জরিপে এমন তথ্যই উঠে এসেছে।

অনলাইনে নারী ক্রেতার সংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে ২০১৬ সালে। দেখা গেছে, অনলাইনে তাদের কেনা সামগ্রীর মধ্যে প্রায় ৭৭ শতাংশ ছিল পোশাক। কেনা অন্যান্য জিনিসের মধ্যে ৬২ শতাংশ  ছিল প্রসাধনী ও ৫৯ শতাংশ ইলেকট্রনিক্স।