ক্যালিফোর্নিয়ায় চালক ছাড়াই স্বচালিত যান

কোনো চালক ছাড়াই রাস্তায় স্বচালিত যান পরীক্ষার অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ মোটর ভেইকলস (ডিএমভি)।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2017, 10:31 AM
Updated : 11 March 2017, 10:31 AM

শুক্রবার প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, চলতি বছরের শেষ দিকে কোনো ব্যাকআপ চালক ছাড়াই স্বচালিত যানের পরীক্ষা চালানোর অনুমতি দেওয়া হবে-- তথ্য রয়টার্স-এর।

নতুন নীতিমালা প্রস্তাবনায় জনগণের মন্তব্যের অপেক্ষায় রয়েছে ডিএমভি। নীতিমালায় স্বচালিত যানবাহনে প্রথাগত স্টিয়ারিং হুইল, প্যাড্ল বা ব্যাকআপ চালক রাখার কোনো প্রয়োজন নেই। এবার এমন নীতিমালায় জনগণের প্রতিক্রিয়া কী সেটাই জানার চেষ্টা করছে ডিএমভি।

ক্যালিফোর্নিয়ায় স্বচালিত যান পরীক্ষায় বর্তমান নীতিমালা অনুযায়ী তাতে স্টিয়ারিং হুইল, প্যাড্ল এবং চালক থাকা বাধ্যতামূলক।

এক বিবৃতিতে অঙ্গরাজ্যটির যোগাযোগ মন্ত্রী ব্রায়ান কেলি জানান, প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে ক্যালিফোর্নিয়ায় স্বচালিত যান বিক্রি এবং বিস্তৃতির পথ তৈরি হবে। ইতোমধ্যেই স্বচালিত যান পরীক্ষার জন্য ২৭টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে ক্যালিফোর্নিয়া।

চলতি সপ্তাহের শুরুতে অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবার-কে পরীক্ষা চালানোর অনুমোদন দেওয়া হয়। আগের বছর ডিসেম্বরেই ক্যালিফোর্নিয়ায় স্বচালিত গাড়ির পরীক্ষা চালাতে বাধা দেওয়া হয়।

নতুন নীতিমালা প্রস্তাবণায় জনগণের মতামত নিতে ৪৫ দিন সময় নির্ধারণ করেছে ক্যালিফোর্নিয়া। চলতি বছরের ২৫ এপ্রিল এর শুনানির কথা রয়েছে।

ইতোমধ্যে বেশ কয়েকটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে ২০২০-২০২১ সালের মধ্যে তারা বাণিজ্যিকভাবে স্বচালিত গাড়ির ব্যবহার শুরু করবে।