ভুয়া খবর প্রতিরোধে ফেইসবুকের নতুন উদ্যোগ

ভুয়া খবর ছড়ানো বন্ধ করতে নতুন ‘ডিসপিউটেড’ বা বিতর্কিত ট্যাগ চালু করেছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2017, 03:10 PM
Updated : 5 March 2017, 03:10 PM

ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস জানায়, খবরের সত্যতা যাচাইকারী সংস্থার কাছে কোনো খবর মিথ্যা মনে হলে তাতে ‘ডিসপিউটেড’ ট্যাগ যোগ করা হবে। নির্দলীয় তৃতীয় পক্ষের মাধ্যমে খবরের সত্যতা যাচাই করা হবে বলে জানানো হয়।

ফেইসবুকের সহায়তা কেন্দ্র পেইজে ‘কিভাবে ফেইসবুক পোস্টে ডিসপিউটেড ট্যাগ দেওয়া হবে’ এমন একটি প্রশ্ন উল্লেখ করা হয়েছে। তবে, এতে বলা হয়েছে এটি এখন সবার জন্য উন্মুক্ত নয়।

আপাতত শুধু যুক্তরাষ্ট্রেই ফিচারটি চালু করেছে ফেইসবুক। তবে সেখানেও সেটি সবার জন্য উনুক্ত নয়। বর্তমানে ঠিক কতজন গ্রাহক এটি ব্যবহার করতে পারছেন তাও স্পষ্ট নয়।

আগের বছর ডিসেম্বরের মাঝামাঝি ভুয়া খবর বন্ধে আরেকটি সমাধান আনে ফেইসবুক। এবার সেটি আরও জোরালো করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

ব্যবহারকারী কোনো খবরকে ভুয়া হিসেবে চিহ্নিত করলে তার সত্যতা যাচাই করতে নির্দিষ্ট সংস্থার কাছে পাঠানো হবে। এক্ষেত্রে সত্যতা যাচাই করতে এবিসি নিউজ, ফ্যাক্টচেক ডট অর্গ এবং স্নুপস-এর মতো সংস্থাগুলোর সহায়তা নেবে ফেইসবুক।

সাম্প্রতিক মার্কিন নির্বাচনে ফেইসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে ভুয়া খবর ছড়িয়ে পড়ায় বেশ সমালোচনার সৃষ্টি হয়। এই ভুয়া খবর নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছে বলে অভিযোগ ওঠে। এরপর থেকেই ভুয়া খবর প্রতিরোধ করতে কাজ করছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো।