ঝুঁকিতে ফেইসবুকের ভিআর

আদালতের নিষেধাজ্ঞায় ঝুঁকিতে পড়তে পারে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকের ভার্চুয়াল রিয়ালিটি প্রতিষ্ঠান অকুলাস।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2017, 11:33 AM
Updated : 28 Feb 2017, 11:33 AM

অকুলাসের ভিআর হেডসেটে ব্যবহার করা জটিল কিছু সফটওয়্যার গেইম নির্মাতা প্রতিষ্ঠান জেনিম্যাক্সের সম্পত্তি বলে অভিযোগ আনা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি অকুলাসের ডিভাইসে নির্দিষ্ট কিছু কোড ব্যবহারে নিষেধাজ্ঞা আনার দাবী জানায় জেনিম্যাক্স।

রয়টার্স জানায়, জেনিম্যাক্সের এমন দাবীতে সিদ্ধান্ত নিতে কয়েক মাস দেরী থাকলেও এক কৌসুলি সম্পত্তিবিষয়ক আইনজীবী জানান আদেশ জেনিম্যাক্স-এর পক্ষে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

চলতি মাসে শুরুতেই জেনিম্যাক্স-এর প্রযুক্তি চুরির দায়ে ৫০ কোটি মার্কিন ডলার জরিমানা করা হয় ফেইসবুককে। এবার একই আদালতে অকুলাস ডিভাইসে নির্দিষ্ট কিছু ভিআর কোড ব্যবহারে নিষেধাজ্ঞা আনার দাবী তুলেছে জেনিম্যাক্স।

অকুলাস-এর এক মুখপাত্র টেরা রান্ডাল জানান, তারা পরিকল্পনা অনুযায়ী বিচারককে “রায় পাল্টানোর জন্য আহ্বান করবেন, যাকে তারা বলছেন আইনত ত্রুটিপূর্ণ এবং মোটামুটি অন্যায্য।”

২০১৪ সালে ফেইসবুক-অকুলাস চুক্তি সম্পন্ন হওয়ার মাঝামাঝি সময়ে ফেইসবুকের বিরুদ্ধে প্রযুক্তি চুরির মামলা দায়ের করে জেনিম্যাক্স। প্রতিষ্ঠানটির দাবি, অকুলাস অন্যায়ভাবে তাদের মেধা সম্পত্তি ব্যবহার করে রিফট হেডসেটসহ অন্যান্য ভিআর সিস্টেম বানিয়েছে, জানিয়েছে সিএনএন।

মামলায় নিজেদের প্রযুক্তি চুরির অভিযোগ এনে ক্ষতিপূরণ হিসেবে ফেইসবুকের কাছে ২০০ কোটি মার্কিন ডলার দাবী করে জেনিম্যাক্স। ২০১৪ সালে অকুলাস কেনার সময় প্রতিষ্ঠানটিকে প্রাথমিকভাবে ২০০ কোটি মার্কিন ডলারই দিয়েছিল ফেইসবুক।

চলতি বছরের ৯ জানুয়ারি এই মামলার কার্যক্রম শুরু হয়। মামলায় প্রশ্নের জবাব দিতে ১৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ডালাস ফেডারেল আদালতে হাজির হন সামাজিক মাধ্যমটির প্রধান মার্ক জাকারবার্গ।

অকুলাস কীভাবে ভিআর নিয়ে ধারণা পেল আর ফেইসবুক যখন অকুলাস-কে দুইশ’ কোটি ডলারের বিনিময়ে কিনে নেয় তখন তিনি কীভাবে এর খোঁজ পান- কয়েক ঘণ্টাব্যাপী এমন নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে।

এবার ডিভাইসে কোড ব্যবহারে জেনিম্যক্স-এর আনা নিষেধাজ্ঞা অনুমোদন দেওয়া হলে অকুলাস রিফট ভিআর হেডসেটের জন্য যে গেইমগুলো বর্তমানে রয়েছে তাতে প্রভাব পড়বে বলে জানানো হয়। ইতোমধ্যেই গেইম নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে এই কোড দিয়েছে অকুলাস।