শুরু হচ্ছে ড্রোনে ‘নিয়মিত যাত্রীবহন’

চলতি বছর জুলাই থেকে দুবাইয়ে শুরু হবে মানুষ বহন করতে পারে এমন এক ড্রোনের নিয়মিত কার্যক্রম। ওয়ার্ল্ড গভর্মেন্ট সামিট- এ সংযুক্ত আরব আমিরাত-এর এ শহরটির সড়ক ও যোগাযোগ সংস্থা’র প্রধান এ কথা জানান।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2017, 03:15 PM
Updated : 14 Feb 2017, 03:15 PM

‘ইহ্যাং ১৮৪’ মডেলের এই চীনা ড্রোন ইতোমধ্যে পরীক্ষামূলক যাত্রা সম্পন্ন করেছে বলে জানিয়েছেন ম্যাট আল-তায়ের। একজন যাত্রী নিতে সক্ষম এই ড্রোনটি সর্বোচ্চ একশ’ কেজি ভর বহন করতে পারে। আর এর ফ্লাইট টাইম হচ্ছে আধা ঘণ্টা।

এই ড্রোনে উঠার পর যাত্রীকে টাচস্ক্রিনে স্পর্শের মাধ্যমে গন্তব্য ঠিক করতে হয়, এর ভেততে আর কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হয়নি। এটি একটি কমান্ড সেন্টার থেকে ‘স্বয়ংক্রিয় ব্যবস্থায়’ চালিত হবে।

এই ড্রোনের সর্বোচ্চ গতি ঘণ্টায় শত মাইল আর একবার চার্জ দিলে এটি ৩১ মাইল উড়তে সক্ষম বলেন জানায় বিবিসি।

এ নিয়ে আল-তায়ের বলেন, “এটি শুধুই একটি মডেল নয়। আমরা বাস্তবেই দুবাইয়ের আকাশে এমন যান উড়ানোর পরীক্ষা চালিয়েছি।”

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ দ্য ওয়েস্ট অফ ইংল্যান্ড-এর এয়ারক্রাফট বিশেষজ্ঞ ড. স্টিভ রাইট এমন যানের বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমটিকে বলেন, “যে উপায়ে এই ব্যবস্থা কাজ করে, তা সাধারণত কাজ সহজ করে দেয়।”

অন্যদিকে এর নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, “আমি কোনো ড্রোনে মানুষ দেখার আগে হয়তো একে অন্তত এক হাজার ঘণ্টা উড়তে দেখে নিতাম।” এ ক্ষেত্রে শুরুর দিকে যাত্রার জন্য স্বেচ্ছাসেবক হতেন না বলেও জানান তিনি।