দ্বিগুণ হল ফেইসবুক কর্মীর শোককালীন ছুটি

পরিবারের সদস্যদের অসুস্থতা বা মৃত্যুকালীন শোক প্রকাশের জন্য কর্মী-ছুটি দ্বিগুণ করেছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক। আর এ ছুটির জন্য বেতন ঠিকই দেবে প্রতিষ্ঠান।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2017, 03:39 PM
Updated : 8 Feb 2017, 03:39 PM

বেতন ঠিক রেখে আগে কর্মীদের এ ছুটির সময় ছিল ১০ দিন। এবার তা বাড়িয়ে ২০ দিন করা হয়েছে। আর ‘এক্সটেন্ডেড ফ্যামিলি’ বা পরিবারের একটু দূরের সদস্যদের জন্য আগে এ ছুটি ছিল পাঁচ দিন যা এবার হবে ১০ দিন, জানিয়েছে রয়টার্স।

এক পোস্টে প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ বলেন, “নিকট পারিবারিক সদস্যদের শোক কাটাতে ফেইসবুক কর্মীরা এখন ২০ দিন পর্যন্ত অর্থসহ ছুটি পাবেন, আর বর্ধিত পরিবারের সদস্যদের জন্য পাবেন ১০ দিন পর্যন্ত।”

এ ছাড়া পারিবারিক সদস্যদের স্বল্প সময়ের অসুস্থতায় তাদের সেবার জন্য তিন দিন পর্যন্ত অর্থসহ ছুটির ঘোষণা দিয়েছে ফেইসবুক। বাচ্চার ফ্লু বা এ ধরনের অসুস্থতায় এই ছুটি কার্যকর হবে বলে জানানো হয়।

সম্প্রতি ‘প্ল্যানড প্যারেন্টহুড’ নামের এক অলাভজনক সংস্থাকে ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা দিয়েছেন শেরিল স্যান্ডবার্গ।