অ্যান্ড্রয়েড বদলে আইফোনে বাধ্য ট্রাম্প

শপথ গ্রহণের পরপরই নিজের অ্যান্ড্রয়েড স্মার্টফোন বদলে মার্কিন সিক্রেট সার্ভিস অনুমোদিত মডিফাইড আইফোনে নিতে বাধ্য হয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আহমেদ ইফতিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2017, 02:38 PM
Updated : 22 Jan 2017, 02:38 PM

আইএনএস জানায়, নতুন এ ডিভাইসটি সাইবার আক্রমণ থেকে প্রেসিডেন্টের ব্যক্তিগত তথ্য রক্ষা করতে বিশেষায়িত। আইওএস ৮ ও এর পরবর্তী সংস্করণগুলোয় ডিফল্ট হিসেবে ফুল ডিস্ক এনক্রিপশন সুবিধা ছাড়াও টাচআইডি ডিভাইসে সিকিউর এনক্লেইভ সুবিধা থাকাই প্রেসিডেন্সিয়াল সেলফোন হিসেবে আইফোনকে বেছে নেওয়ার প্রধান কারণ।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৬ সালে তার ব্যবহারের বিশেষায়িত আইফোনটির ফিচার স্বল্পতা সম্পর্কে বলেছিলেন,, "এতে ছবি তোলা, টেক্সট করা, গান শোনা কিছুই করা যায় না।" ট্রাম্প-এর স্মার্টফোনটিও তার পূর্বসূরি ওবামার মতোই হবে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর এর আগে নিজস্ব মালিকানাধীন শখের এয়ারক্রাফট 'ট্রাম্প ৭৫৭' বিসর্জন দিতে বাধ্য হন ট্রাম্প।