যুক্তরাজ্যে অ্যাপ স্টোরে দাম বাড়াল অ্যাপল
প্রযুক্তি ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2017 09:20 PM BdST Updated: 17 Jan 2017 09:20 PM BdST
যুক্তরাজ্যে নিজেদের অ্যাপ স্টোরে প্রায় ২৫ শতাংশ মূল্য বৃদ্ধি করছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।
২০১৬ সালের জুনে ব্রেক্সিট ভোটের ফলে পাউন্ডের মূল্য কমে যাওয়ায় প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।
নতুন এই মূল্য অন্তত আইওএস ও ম্যাক অ্যাপ স্টোরের অ্যাপগুলোর জন্য ডলার আর পাউন্ডে মূল্যের বিনময় হার অনুসারে নয় বরং আক্ষরিক সমতা রক্ষা করে। যুক্তরাষ্ট্রে ০.৯৯ ডলার মূল্যের কোনো অ্যাপের দাম যুক্তরাজ্যে এতদিন ছিল ০.৭৯ পাউন্ড, তা এখন বেড়ে ০.৯৯ পাউন্ড হবে বলে জানিয়েছে দৈনিকটি।
মঙ্গলবার অ্যাপ নির্মাতাদের উদ্দেশ্যে দেওয়া এক মেইলে দাম বাড়ানোর এই ঘোষণা দেয় অ্যাপল। প্রতিষ্ঠানটি বলে, “যখন বৈদেশিক বিনিময় হার বা কর বদলায়, মাঝেমধ্যে আমাদের অ্যাপ স্টোরে মূল্য বদলানোর প্রয়োজন পড়ে।” নতুন এই মূল্য সামনের সাতদিনের মধ্যে কার্যকর হবে বলে জানিয়েছে তারা।
আইটিউন্স স্টোর, আইবুকস স্টোরসহ অ্যাপলের অন্যান্য স্টোরেও এমন মূল্যবৃদ্ধি করা হবে বলে ধারণা করা হচ্ছে।
মূল্য বদলানোর এমন ঘটনা শুধু যুক্তরাজ্যেই হয়নি। ভারতে কর বাড়ানোর কারণে এমন মূল্যবৃদ্ধি করা হয়। তুর্কি লিরার দাম পড়ে যাওয়ায় তুরস্কেও এমন দাম বাড়ানো হয়।
এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, “কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে আন্তর্জাতিকভাবে মূল্য নির্ধারণ করা হয়। এই বিষয়গুলোর মধ্যে মুদ্রা বিনিময় হার, ব্যবসায় অনুশীলন, কর ও ব্যবসায়ের খরচ রয়েছে। এগুলো অঞ্চল ও সময়ভেদে ভিন্ন হয়।”
অ্যাপলের মূল্যবৃদ্ধির এই ঘোষণার দিনে যুক্তরাজ্যের মুদ্রাস্ফীতি ১.৬ শতাংশ বৃদ্ধি পায় বলে জানিয়েছে গার্ডিয়ান।
-
ফেইসবুক পাসওয়ার্ড চুরি করছে ‘মেসেঞ্জার চ্যাটবট’
-
জুলাইয়ে আসবে হেলো ইনফিনিট-এর ‘কো-অপ মোড’
-
মামলা নিষ্পত্তিতে অ্যাপ নির্মাতাদের জরিমানা দেবে গুগল
-
বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছেন জাকারবার্গ
-
এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় ‘নিখোঁজ ক্রিপ্টোরানী’
-
৩ ন্যানোমিটার চিপের পয়লা শিরোপা স্যামসাংয়ের
-
বেইজিংয়ের তথ্য চুরির ‘ছদ্মবেশি হাতিয়ার’ টিকটক?
-
মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়াই আপডেট হবে উইন্ডোজ ১১
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- ‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’