‘বিতর্কিত’ এফএম রেডিও বন্ধ করছে নরওয়ে

সামনের সপ্তাহে নিজেদের এফএম রেডিও নেটওয়ার্ক বন্ধ করে দিচ্ছে নরওয়ে, যা অন্যান্য দেশের কাছে একটি ‘বিতর্কিত’ পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে।

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2017, 02:46 PM
Updated : 6 Jan 2017, 02:47 PM

সমালোচকদের মতে, সরকার কেবল নরওয়েভিত্তিক ট্যাবলয়েড ড্যাগব্ল্যাডেট-এর জরিপ থেকে এই সিদ্ধান্ত নিয়েছে, ওই জরিপে নরওয়ের প্রায় ৬৬ শতাংশ নাগরিকই এফএম রেডিওর বিরুদ্ধে।

অন্যদিকে, কোনো কোনো বিশেষজ্ঞ বলছেন ডিজিটাল রেডিও’র আরও চ্যানেল যোগ করতে আর পরিষ্কার শব্দ পেতে এই পরিবর্তনের প্রয়োজন। 

সুইজারল্যান্ড, ডেনমার্ক ও যুক্তরাজ্যেও এফ এম নেটওয়ার্ক বন্ধের বিষয়টি বিবেচনা করছে।

চলতি বছরের ১১ জানুয়ারি থেকে বোডো শহরের উত্তরাঞ্চলে এফএম (ফ্রিকোয়েন্সি মডিউলেশন) নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হবে। বছরের শেষ নাগাদ সব জাতীয় এফএম সম্প্রচার করা বন্ধ করা হবে বলে জানিয়েছে বিবিসি।

নরওয়েতে গাড়ি একটি বড় চ্যালেঞ্জ, যেখানে প্রায় ২০ লাখ গাড়িতেই ডিজিটাল অডিও ব্রডকাস্টিং (ডিএবি) রিসিভার নেই। তাই এখন ব্যবহারকারীদেরকে ১৫০০ নরওয়েইয়ান ক্রোনার ব্যয়ে অ্যাডাপটর কিনে নিতে বলা হচ্ছে। 

“নরওয়ের রাজনীতিকদের নেওয়া ১৫ লাখ এফ এম রেডিও চালুর সিদ্ধান্ত একেবারে অকেজো ছিল”- বলেন ডিজিটাল মিডিয়া বিশেষজ্ঞ থরসেন। চলতি বছরের শুরুতে ডাগব্লাডেট-এ তিনি আরও বলেন, “এটি বাজে ধারণা”।