সামাজিক মাধ্যমের জাল পণ্য আটক

সম্প্রতি ফেইসবুক আর ইনস্টাগ্রামে জাল পণ্য বিক্রি করায় আটক করা হয়েছে বিক্রেতাদের। এসবের মধ্যে ক্ষতিকর প্রসাধনীসহ হাজার হাজার বৈদ্যুতিক পণ্য এবং চার্জার রয়েছে।

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2016, 01:44 PM
Updated : 24 Dec 2016, 01:45 PM

যুক্তরাজ্য জুড়ে ভিন্ন ভিন্ন অভিযানে নকল জুতা, চামড়াজাত পণ্য ও তামাক উদ্ধার করা হয়েহে।

ট্রেডিং স্ট্যান্ডার্ডস-এর ই-অপরাধ দলের নেতৃত্বে বাজারে এমন নকল পণ্য সরবরাহকারীদের লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানায় বিবিসি।

মোবাইল ফোন এবং স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেম থেকে পূর্ব-প্রাপ্ত তথ্য অনুসারে এই অভিযান পরিচালনা করা হয়। 

“অপরাধীরা তাদের প্ল্যাটফর্ম হিসেবে ফেইসবুক আর ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমকে ব্যবহার করছে যা গ্রাহকদের ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।” জানান নকল পণ্য বিরোধী অভিযানের প্রধান গ্রাহাম মগ। 

“খুচরা আর পাইকারি সরবরাহকারী আর বিক্রেতাদেরকে লক্ষ্য করে কাজ করে এমন সামাজিক মাধ্যমগুলো থেকে দশ হাজারেরও বেশি অনিরাপদ নকল সামগ্রী বাজার থেকে অপসারণ করা হয়েছে।”

নকল পণ্য আটকের পর বড়দিনকে সামনে রেখে যুক্তরাজ্যে গ্রাহকদেরকে কোনো পণ্য কেনার আগে যাচাই করে নেওয়ার জন্য সতর্ক করে দেওয়া হয়।

চলতি বছর ডিসেম্বর মাসে ছয় দিন ধরে চলা এক অভিযানে প্রায় ৮৩ হাজার পণ্য সীমান্তরক্ষী বাহিনী বিমানবন্দরে জব্দ করেছেন।